চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সাজঘরে ফিরলেন লিটন-শান্ত

স্পোর্টস ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২১ | ১:১৪ অপরাহ্ণ

সিরিজের শেষ ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। রানের খাতাই খুলতে পারেননি লিটন।

ইনিংস শুরুর প্রথম ওভারেই ক্যারিবীয় শিবিরে সাফল্য এনে দেন ডানহাতি ক্যরিবীয় পেসার আলজারি জোসেফ।  তার প্রথম ওভারের পঞ্চমবলে আউট হন ওপেনার লিটন দাস। 

লিটনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন জোসেফ।  দলের স্কোর তখন ১ রানে ১ উইকেট। জোসেফের প্রথম বলে ১ রান নিয়ে লিটনকে স্ট্রাইক দিয়েছিলেন তামিম।

লিটনের পর অধিনায়ক তামিমকে সঙ্গ দিতে মাঠে নামেন নাজমুল হোসেন শান্ত।  ব্যাটিংয়ে নেমেই দুটি বাউন্ডারি হাঁকিয়ে উইন্ডিজ বোলিং ডিপার্টমেন্টে কাঁপন ধরান শান্ত।

চমৎকার খেলছিলেন শান্ত।  পরে নেমে কম বল খেলে তামিমের চেয়ে এগিয়ে যান।  ধারণা করা হচ্ছিল, আজ বড় ইনিংস আসবে শান্তর ব্যাট থেকে।

কিন্তু তা আর হতে দেননি অলরাউন্ডার কাইল মায়েস।  ওপেনার লিটন দাসের মতো তিনিও এলবিডব্লিউয়ের ফাঁদে আটকা পড়েন।

সাজঘরে ফিরে যাওয়ার আগে ৩০ বলে ২০ রান করেছেন শান্ত।  এরমধ্যে তিনটি চারের মার রয়েছে।

শান্ত অবশ্য কিওন হার্ডিংয়ের শিকার হতে যাচ্ছিলেন।  অভিষেকে নিজের তৃতীয় ওভারে উইকেট পেয়ে যাচ্ছিলেন কিওন হার্ডিং।  একটুর জন্য যা হয়নি।  শান্তর দেওয়া দুরূহ সুযোগ কাজে লাগাতে পারেননি জেসন মোহাম্মেদ।

কাভারের উপর দিয়ে উঠিয়ে মারতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দেন।  বলে আঙুল ছোঁয়াতে পারলেও ক্যাচ মুঠোয় নিতে পারেননি ক্যারিবিয়ান অধিনায়ক।  সে সময় ১২ রানে ছিলেন শান্ত।

শান্ত সাজঘরে ফিরে যাওয়ার পর ব্যাট হাতে নেমেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।  দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ায় দেখেশুনে ব্যাট করছেন তিনি।
এরইমধ্যে দুটি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯১ রান।  ওপেনার তামিম ৪৩ রান ও সাকিব ২০ রানে অপরাজিত রয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট