চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাকিব ঝড়ে ১২২ রানে গুটিয়ে গেল উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

২০ জানুয়ারি, ২০২১ | ৪:২২ অপরাহ্ণ

বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ে ১২২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে সফরকারীদের দ্বিতীয় সর্বনিম্ন এটি। বোলিংয়ে ফিরে আঘাত হানলেন সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনারকে ডিফেন্ড করার চেষ্টা করেও পারেননি আলজারি জোসেফ। স্টাম্প এলোমেলো করে দেয় বল।

টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে শুরুতেই আঘাত হানেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। প্রথমে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলের ওপেনার সুনীল অ্যামব্রিসকে। নিজের প্রথম ওভারেই ৭ রানে তুলে নেন তাকে। এরপর ক্যাচে পরিণত করেন জসুয়া সিলভাকে। ৮ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।   

পরের তিন উইকেট তুলে নেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব। আন্দ্রে ম্যাককার্টি ১২ রানে সু্ইপ খেলতে গিয়ে বোল্ড হয়ে যান। এরপর সফরকারী দলের অধিনায়ক জেসন মোহাম্মদকে ১৭ রানে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন। এনকুরুমা বোনারকে শূন্য রানে বাঁ-হাতি স্পিনার সাকিবের লাইনে পড়া বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেও ব্যাটে লাগাতে ব্যর্থ হন। এলবিডব্লিউ আউট দিতে দেরি করেননি আম্পায়ার।

৭ বলে ৪ রান করেন জোসেফ। ৮ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার সাকিব। অভিষিক্ত পেসার হাসান ২৮ রানে নেন ৩ উইকেট। শুরুতে সুর বেঁধে দেওয়া মুস্তাফিজুর রহমান ২ উইকেট নেন ২০ রানে।

ক্যারিবিয়ানদের কেবল একটি জুটি ছাড়াতে পেরেছে ৫০। রভম্যান পাওয়েল ও কাইল মেয়ার্সের সেই জুটি ভাঙার পর বেশি দূর যেতে পারেনি দলটি। শেষ ৫ উইকেট হারায় কেবল ৭ রানে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট