চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

হিট উইকেট কিন্তু নট-আউট থমাস

স্পোর্টস ডেস্ক

১৮ জুন, ২০১৯ | ১:২৯ পূর্বাহ্ণ

গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার এই সিদ্ধান্ত অনেকে বাঁকা চোখে দেখলেও ম্যাচের অন্তত ২৫ ওভার পর্যন্ত ক্যারিবিয় ব্যাটসম্যানদের শাসন করছিলো টাইগার বোলাররা। এরপরই মুলত ছন্দ হারিয়ে ফেলা শুরু। ২৪ ওভারে উইন্ডিজের রান ছিল ১২২, সেই তারাই পুরো ৫০ ওভার খেলে স্কোরবোর্ডে যোগ করে ৩২১ রান। তবে ম্যাচে বিস্ময়কর কা-টি ঘটে ৪৯তম ওভারে ওশান থমাসের সম্ভাব্য হিট উইকেট আউট নিয়ে। শেষ ১০ ওভারে বাংলাদেশ বোলারদের তোপের মুখে নিয়মিত উইকেট হারাতে থাকা জ্যাসন হোল্ডারের দল ৪৯তম ওভারে আরেকটি উইকেট হারাতে পারতো। মুস্তাফিজুর রহমানের বলটি মিস করেন থমাস, ফলথ্রুতে তার ব্যাট গিয়ে লাগে স্টাম্পে, বেলসও পড়ে যায়। বাংলাদেশ বোলারদের আবেদনের প্রেক্ষীতে মাঠের আম্পায়াররা দ্বারস্থ হন টিভি আম্পায়ারের। তিনি রিপ্লে দেখে থমাসকে নট-আউট ঘোষণা করেন। এ নিয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়া দেখা দেয় স্যোশাল মিডিয়ায়। সবাই জানতে চান কেন থমাস হিট উইকেট আউট নন। এ প্রসঙ্গে কথা হয় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সম্পাদক আব্দুল হান্নান আকবরের সাথে। তিনি বলেন, টিভি আম্পয়ারের সিদ্ধান্তই সঠিক, কারণ থমাস যতক্ষণে ফলথ্রুতে নিজের বেলস ফেলে দেন তারও আগে বল গিয়ে জমা পড়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে। যে কারণে থমাস নট-আউট। তিনি আরও বলেন, থমাস যদি শট খেলার মুহূর্তে কিংবা বল উইকেটরক্ষকের গ্লাভসে পৌছার আগে বেলস পড়ে যেতো তাহলে তিনি হিট উইকেট আউট হতেন। একই কথা বলেন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ক্রিকেটার আব্দুর গফুর পন্টি। এই প্রতিবেদককে তিনি বলেন, না থমাস আউট নন। খেলার সময় শরীরের যে কোন অংশের ছোঁয়া বেলস পড়ে গেলেই হিট উইকেট আউট হয়, অন্যথায় নয়। থমাসের বেলস যতক্ষণে স্থানচ্যুত হয় ততক্ষণে বল মুশির গ্লাভসে, সুতরায় থমাসকে আউট না দেওয়াটাই সঠিক সিদ্ধান্ত।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট