চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আইসিসিকে ধুয়ে দিলেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক

১৮ জুন, ২০১৯ | ১:২৮ পূর্বাহ্ণ

লঙ্কান টিম ম্যানেজার অশান্তা ডি মেলের পর এবার আইসিসি’র সমালোচনা করলেন শ্রীলঙ্কা দলের সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে উইকেট পুরোটা সবুজ থাকায় অভিযোগ করেন শ্রীলঙ্কার ম্যানেজার অশান্তা ডি মেল। ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও বয়কট করে লঙ্কানরা। উইকেট নিয়ে সাঙ্গাকারা বলেন, বিশ্বকাপে নিরপেক্ষ উইকেট চাই। তবে এই আসরে নিয়মিত পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। এটা দুঃখজনক। কোন দলের পক্ষে সম্ভব নয় এরকম ফিল্ডে খেলা। তিনি বলেন, সবুজ উইকেট শ্রীলঙ্কার ক্রিকেটাদর্শের সঙ্গে সুসামঞ্জস্যপূর্ণ নয়। এটা আমাদের জন্য আর্ট ফর্ম হয়ে উঠেছে। মৌসুম বা কন্ডিশনভিত্তিক উপসর্গ থেকে ক্রিকেটকে রক্ষা করতে আমাদের জনবলের দরকার। বিশ্বকাপে বিভিন্ন ভেন্যুর ড্রেনেজ সিস্টেম নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। এর উদাহরণ টানতে ব্রিস্টলে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের কথা বলেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সাঙ্গা বলেন, স্পষ্টতই আলাদা মাঠে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভিন্নতর হয়। আমরা ব্রিস্টলে পাক-লংকা ম্যাচে দেখেছি। সুর্যের আলো ফুটলেও পিচ ভেজা থাকায় ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আবার সাউদাম্পটনে ভারী বৃষ্টির পরও ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ খেলা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট