চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রশ্নবাণে বিদ্ধ পাক কাপ্তান

ম্যাচের মাঝেই লম্বা হাই ট্রলড সরফরাজ!

স্পোর্টস ডেস্ক

১৮ জুন, ২০১৯ | ১:২৬ পূর্বাহ্ণ

মহারণ, ভারত-পাক ম্যাচ বলে কথা! তা-ও আবার যে কোনও ম্যাচ নয়। বিশ্বকাপের ম্যাচ। আর সেই ম্যাচেই হাই তুলতে দেখা গেল পাক অধিনায়ক সরফরাজ আহমেদকে। তা নিয়েই হেসে কুটিপাটি নেটদুনিয়া। কেউ কেউ তাঁকে চূড়ান্ত ট্রলডও করেছেন। ট্যুইটারে এক ইউজার লিখছেন, ‘সরফরাজের এই হাই তোলার দৃশ্য আমাকে মনে করিয়ে দিচ্ছে, অফিসে আমি কীভাবে হাই তুলি!’ আর এক জন আবার লিখছেন, ‘ম্যাচের মাঝের এই হাই প্রমাণ করে দিচ্ছে ভারত এবং পাকিস্তান দুই দলের মান হিসেবে।’ কখনও ইংল্যান্ডে রানির বাড়িতে কুর্তা-পাজামা পরে ট্রলড, কখনও আবার চেহারার কারণে নিজেরই দলের প্রাক্তনদের কাছে ট্রলড। সরফরাজ নিয়ে যেন ট্যুইটার সদাই সরগরম। কিন্তু এসব হাজার ট্রলিংয়ের মাঝেও যেন কোনও হেলদোল নেই পাক অধিনায়কের। তিনি সব সময়েই স্পিকটি নট। তবে ভারতের কাছে আরেকটি হারের পর সংবাদ সম্মেলনে গিয়ে চুপ করে থাকতে পারেননি। নিজের দেশের এক সাংবাদিক সরাসরি প্রশ্ন করলেন, আপনি কি নিজের ফিটনেস এবং দক্ষতা ঠিক আছে বলে মনে করেন? সরফরাজ প্রথমে হকচকিয়ে গেলেন মনে হল। সবে বুমরাহদের বাউন্সার খেলে উঠতে না উঠতেই নিজের দেশের মিডিয়ার দিক থেকে বাউন্সার। কোনরকমে বললেন, ‘আমার কথা জিজ্ঞেস করছেন? আমার ফিটনেস ঠিকই আছে বলে আমি মনে করি।’ আর এক জন জানতে চাইলেন, আপনার দল নির্বাচন ঠিক ছিল বলে মনে করেন? সরফরাজের জবাব, ‘যেটা সেরা কম্বিনেশন মনে হয়েছিল, সেটাই আমরা খেলিয়েছি। হয়তো আজ (পরশু) কাজ করল না।’ তাতেও রেহাই নেই। এ বার আরও সরাসরি প্রশ্ন, আপনাদের ড্রেসিংরুমে না কি প্রচুর গোলমাল চলছে। দুই সিনিয়র ক্রিকেটার শোয়েব মালিক এবং হাফিজের সঙ্গে আপনার বনিবনা হচ্ছে না। ওদের দিয়ে আপনি বলই করাচ্ছেন না। কী বলবেন? সরফরাজকে দেখে মনে হল আবার বাউন্সার উড়ে আসার মুখে ডাক করার চেষ্টা করছেন। বললেন, ‘এ সব আপনাদের কাহিনি। আমাদের ড্রেসিংরুমে সব ঠিকই আছে। হাফিজ আর মালিককে দিয়ে বেশি বল করানো হয়নি কারণ আমরা পাঁচ বিশেষজ্ঞ বোলারে খেলছিলাম। ভারতের দু’জন সেট ব্যাটসম্যান খেলছিল। তাই পার্টটাইম বোলিংয়ের দিকে যাইনি।’ বললেন বটে তবে শোনার জন্য তাঁর দেশে খুব বেশি লোক লাইনে দাঁড়িয়ে আছে বলে মনে হয় না। ভারত-পাক ম্যাচের এত কালের রীতি মেনে আগামী কয়েক দিনে এই ছবিই না বারবার তাড়া করতে থাকে পরাভূত পাক অধিনায়ককে।

অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত বাটলার
ইনজুরিতে আক্রান্ত অধিনায়ক ইয়ন মরগ্যান যদি সুস্থ হয়ে উঠতে না পারেন তবে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন বলে মন্তব্য করেছেন জস বাটলার। শুক্রবার সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে পিঠের ইনজুরির কারণে মরগ্যান ও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ওপেনিং ব্যাটসম্যান জেসন রয় মাঠ ছাড়তে বাধ্য হন। বিশ্বকাপে আগামী মঙ্গলবার ম্যানচেস্টারে আফগানিস্তানের মুখোমুখি হবে ইংলিশরা। সহ-অধিনায়ক বাটলারও বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে উইকেটের পিছনে দায়িত্ব পালন করতে পারেননি। তবে বর্তমানে পুরোপুরি ফিট বাটলার জানিয়েছেন, নেতৃত্বের দায়িত্ব আসলে তা পালনে পুরোপুরি প্রস্তুত তিনি। এ সম্পর্কে বাটলার বলেন, ‘আশা করছি মরগ্যান খেলতে পারবে। তার ও জ্যাসনের স্ক্যান রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। অবশ্যই তাদের সুস্থতা কামনা করছি।’ তবে তিনি একইসাথে জানিয়েছেন মরগ্যান সময়মতো সুস্থ হয়ে উঠতে না পারলে ইংল্যান্ডের মানসিকতায় কোন ধরনের পরিবর্তন আসবে না। বাটলার বলেন, ‘আমরা মরগ্যানের অধীনে দীর্ঘদিন খেলেছি। আমি মনে করি সে একজন দুর্দান্ত অধিনায়ক। সহ-অধিনায়ক হিসেবে তার কাছ থেকে কিছুটা হলেও শেখার চেষ্টা করি। ম্যাচ সম্পর্কে তার সাথে আমার অনেক কথা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট