চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেসির জোড়া গোলে বার্সার জয়

৭ জানুয়ারি, ২০২১ | ১১:৪১ পূর্বাহ্ণ

লিওনেল মেসির জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় এথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ৩ বছর পর আথলেতিক বিলবাওয়ের মাঠে জিতল বার্সেলোনা। দারুণ এই জয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠেছে বার্সেলোনা। মৌসুমে এই প্রথম শীর্ষ চারে উঠল দলটি।

ইনাকি উইলিয়ামসের গোলে বার্সেলোনা পিছিয়ে পড়ার পর সমতা টানেন পেদ্রি। পরে জোড়া গোল করেন মেসি। শেষ দিকে ব্যবধান কমান মুনিয়াইন।

গত মৌসুমে এখানে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছিল বার্সেলোনা। এর আগের মৌসুমে দুই লেগেই দলটির বিপক্ষে পয়েন্ট হারিয়েছিল তারা।

‘মামেস ভীতি’ শুরুতেই পেয়ে বসে বার্সেলোনাকে। দারুণ এক প্রতি-আক্রমণে তৃতীয় মিনিটে এগিয়ে যায় বিলবাও। মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে অনায়াসে ডিফেন্ডার ক্লেমোঁ লংলেকে ফাঁকি দিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন উইলিয়ামস।

ম্যাচের ৩ মিনিটেই ইনাকি উইলিয়ামসের গোলে বার্সেলোনার বিপক্ষে এগিয়ে যায় বিলবাও। তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি বার্সা। ১৪ মিনিটের মাথায় গোলটি শোধ দেন পেদ্রি।

৩৮ মিনিটে মেসির গোলে লিড নেয় রোনাল্ড কোম্যানের শিষ্যরা। বিরতি থেকে ফিরে ৬২ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা।

অবশ্য এরপর একাধিকবার হ্যাটট্রিক করার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি।

৯০ মিনিটে বিলবাওয়ের হয়ে গোল করেন ইকার মুনিয়াইন। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

শেষ দিকে নেতার ভুলেই পয়েন্ট হারাতে বসেছিল বার্সেলোনা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজেদের সীমানায় মেসির বিরল ভুল পাসে সতীর্থের পা ঘুরে ডি-বক্সের মুখ থেকে ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেন মুনিয়াইন। তবে, বাকি সময়টা নিরাপদেই কাটিয়ে দেয় সফরকারীরা।

১৭ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে তিন নম্বরে উঠে আসা বার্সেলোনার পয়েন্ট ৩১।

১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। দুই ম্যাচ বেশি খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চার নম্বরে রিয়াল সোসিয়েদাদ। আর ১৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে নবম স্থানে বিলবাও।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট