চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রথম জয়ের দেখা পেল প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক

১৬ জুন, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

অবশেষে বিশ^কাপে প্রথম জয়ের দেখা পেল প্রোটিয়ারা। গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে ফাফ ডু প্লেসিসের দল। কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে ৩৪.১ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৪৮ ওভারে ১২৭ রানের লক্ষ্য পায় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে কুইন্টন ডি ককের অর্ধশতকে ২৮.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচে হার ও এক ম্যাচ পরিত্যক্ত হওয়ার পঞ্চম ম্যাচে এসে জয়ের মুখ দেখল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে এ নিয়ে টানা চার ম্যাচে হারল আফগানিস্তান। ব্যাটিংয়ে ব্যর্থতার গ-ি থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হলো আফগানিস্তান। শুরুতে ব্যাটিংয়ে নেমে প্রথম দফায় ৫.৫ ওভারে ৩৩ রান করেন তারা। এরপরই শুরু হয় বৃষ্টি। পরে বৃষ্টি থামলে দ্বিতীয় দফায় খেলা শুরু হয়। ২০ ওভারের পর ফের খেলা বন্ধ হয়ে যায়। তখন আফগানদের রান ছিল দুই

উইকেটে ৬৯ রান। বৃষ্টিভেজা মাঠে তৃতীয় দফায় খেলতে নেমে উইকেট বিলিয়ে দিয়ে আসতে হয়েছে আফগানদের। দুই ওপেনার নুর আলী জাদরান ৩২ ও হজরতুল্লাহ জাজাই ২২ রান করেন। পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যে রাশিদ খান ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন। অন্য কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। প্রোটিয়া বোলারদের মধ্যে ইমরান তাহির ২৯ রানের বিনিময়ে চারটি এবং ক্রিস মরিস ১৩ রান খরচায় তিনটি উইকেট নেন। এছাড়া আন্দিলে পেলুকায়ো দুটি এবং কাগিসো রাবাদা একটি উইকেট নেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে সতর্ক সূচনা করে দুই ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি কক। ইনজুরি থেকে ফেরা আমলা ছিলেন ধীর গতির। তবে অপরপ্রান্তে আফগান বোলারদের বিপক্ষে সাবলীল ব্যাটিংয়ে ছিলেন ডি কক। ১৭তম ওভারে নিজের অর্ধশতক তুলে নেন এ ওপেনার। জয় থেকে মাত্র ২২ রান দূরে থাকতে গুলবাদিন নায়েবের বলে মোহাম্মদ নবীর তালুবন্দী হলে আউট হয়ে ফেরেন ডি কক। তবে তার আগে ৭২ বলে ৪টি চারে ৬৮ রান করেন তিনি। এরপর ফেলুকাউয়েকে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে আমলা। ৪৩ বলে ৪১ রানে আমলা এবং ৫ রানে অপরাজিত ছিলেন ফেলুকাউয়ে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট