চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

টিম কম্বিনেশনের কারণে নেই রুবেল

স্পোর্টস ডেস্ক

১৬ জুন, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

টিম কম্বিনেশনের কারণেই বিশ্বকাপে বাংলাদেশ দলের একাদশে সুযোগ পাচ্ছেন না টাইগার পেসার রুবেল হোসেন। এতে তার হতাশ হওয়ার কোন কারণ নেই। কেননা সামনের ম্যাচগুলো তার ডাক আসতে পারে বলে ইঙ্গিত দিলেন টাইগার পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। বিশ্বকাপে টাইগার পেসারদের দৈন্য পারফরম্যান্সে রুবেলকে দলে নেওয়ার দাবী ইতোমধ্যেই বেশ জোরালে হয়ে উঠেছে। এর পেছনে প্রধানতম কারণগুলোর প্রথমটি হল, বিশ্বকাপে বাংলাদেশের এই স্কোয়াডে একমাত্র এক্সেপ্রেস বোলার তিনিই। আর দ্বিতীয়টি, ইংলিশ কন্ডিশনে তার বল সব সময়ই দারুণ কার্যকর। সে বিষয় বিবেচনা রেখে গত ১১ জুন ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে টিম ম্যানজমেন্টের ভাবনায় ছিলেন রুবেল। ম্যাচটিতে মিরাজকে বাদ দিয়ে চার পেসারের কথাও উঠে এসেছিল। কিন্তু তা বৃষ্টিতে ভেসে যাওয়ায় তার আর মাঠে নামা হয়ে উঠেনি। কাল টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার খেলার সম্ভাবনাও শোনা যাচ্ছে। একজন ব্যাটসম্যান কমিয়ে চার পেসারের খেলার সম্ভাবনা এখানে প্রবল। তবে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শোনাতে চাইলেন এই কিংবদন্তী এই ক্যারিবিয় পেসার। বরং সিদ্ধান্ত ছেড়ে দিলেন নির্বাচকদের ওপর। ‘এটা নির্বাচকদের ব্যাপার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট