চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

আইপিএল থেকে ফিরে এলেন সাকিব

২৯ এপ্রিল, ২০১৯ | ১:৩০ পূর্বাহ্ণ

জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে আইপিএলকে গুডবাই জানিয়ে দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান। ভারতের জয়পুর থেকে কলকাতা হয়ে গতকাল রোববার বিকাল ৫টায় ঢাকা পৌঁছান টাইগার অলরাউন্ডার। আইপিএলে আগের প্রতিটি আসরেই প্রতিভার ছাপ রাখলেও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবারের আসরে তেমন কিছু করে দেখাতে পারেননি সাকিব। প্রত্যাশা অনুযায়ী পাননি খেলার সুযোগ। প্রথম ম্যাচ খেলার পর আট ম্যাচ থাকতে হয় একাদশের বাইরে। ফিরে টানা দুটি ম্যাচ খেলার সুযোগ এলেও জ্বলে উঠতে পারেননি। তিন ম্যাচ খেলে সাকিবের শিকার মাত্র দুটি উইকেট। শনিবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে হায়দরাবাদের সবশেষ ম্যাচে পেয়েছিলেন ব্যাটিং করার সুযোগ। পাঁচ নম্বরে নেমে ১০ বল খেলে করেন মাত্র ৯ রান। পারফরম্যান্সের যে হাল তাতে এবারের আইপিএল ভুলেই যেতে চাইবেন সাকিব! হতাশার মাঝে কেবল সান্ত¡না হতে পারে তার দল হায়দরাবাদ ভালভাবেই টিকে আছে শেষ চারে ওঠার লড়াইয়ে। ১১ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে হায়দরাবাদ। আইপিএল নিয়ে চিন্তা করার আর সুযোগ নেই সাকিবের। শিগগিরই তাকে ফিরতে হবে বাংলাদেশ দলের জার্সিতে। বুধবারই ডাবলিনগামী বিমানে উঠবে ১৯ সদস্যের টাইগার স্কোয়াড।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট