চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সেমি-ফাইনালে কৃষ্ণা-স্বপ্নাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা

মঙ্গোলিয়াকে নিয়ে সতর্ক বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২৯ এপ্রিল, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠার প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশের। গ্রুপের দুটি ম্যাচ জেতা স্বাগতিকরা মঙ্গলবার ফাইনালের জন্য লড়বে মঙ্গোলিয়াকে। প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। গতকাল রবিবার দলের অনুশীলন শেষে গোলাম রব্বানী প্রাথমিক লক্ষ্য পূরণের কথা জানালেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠা। মেয়েরা সেটা ভালোভাবে করে দেখিয়েছে। আর মাঠে এসে মেয়েদের উৎসাহ দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ জানাই।’ প্রতিপক্ষকে সমীহ করছেন বাংলাদেশের কোচ, ‘সেমিফাইনাল খুবই গুরুত্বপূর্ণ খেলা। মঙ্গোলিয়া খুবই ভালো দল। ভালো খেলেই সেমিফাইনালে এসেছে তারা। আর আমাদের মেয়েরা গত দুই ম্যাচের মতো সেমিতেও ভালো খেলবে বিশ্বাস আমার। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে তারা জেতার জন্য। আগের ভুলত্রুটিগুলো থেকে বেরিয়েও উন্নতি করবে।’ শনিবার তাজিকিস্তানের বিপক্ষে লাওস জেতার পরই বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে মঙ্গোলিয়া নিশ্চিত হয়ে গেছে। তাদের নিয়ে ‘হোমওয়ার্ক’ শুরু করে দিয়েছে স্বাগতিকরা। গোলাম রব্বানী বলেছেন, ‘মঙ্গোলিয়ার খেলা টিভিতে দেখেছি। কোচিং স্টাফদের সবাই আমরা মাঠে গিয়েও দেখেছি। আমার কাছে মনে হয়েছে কিরগিজস্তান, সংযুক্ত আরব আমিরাত ও মঙ্গোলিয়া একই ধরনের দল। সবার কৌশল কাছাকাছি। মঙ্গোলিয়াও আমাদের আক্রমণ থামাতে চেষ্টা করবে। তবে শঙ্কিত নই আমরা। তাদের দুটি ম্যাচ আমরা দেখেছি, আমাদের হোমওয়ার্কও হয়েছে।’ চোটের কারণে সেমিফাইনালে কৃষ্ণা ও স্বপ্নাকে পাওয়ার সম্ভাবনা খুব কম জানালেন কোচ। পুনর্বাসন চলছে তাদের। কৃষ্ণার চেয়ে স্বপ্নার অবস্থা গুরুতর। এখনও যেহেতু দুইদিন আছে তাই আশাবাদী গোলাম রব্বানী, ‘তাদের এমআরআই করানো হয়েছে, রিপোর্ট পাওয়ার পর দেখা যাক কী হয়।’ দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে নিয়ে শঙ্কা থাকলেও অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী দল নিয়ে আশাবাদী। বড় ব্যবধানে জয়ের আশা তার, ‘সেমিফাইনালের জন্য মেয়েরা পুরোপুরি ফিট। মঙ্গোলিয়ার খেলা দেখে ধারণা নেওয়া আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল। তাদের সম্পর্কে ধারণার কথা আমাদের কোচ জানিয়েছেন। সেটা বিবেচনা করে মাঠে আমাদের সেরাটা প্রয়োগ করলে বড় ব্যবধানে জিততে পারবো।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট