চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কোপা আমেরিকার পর্দা উঠছে আজ

স্পোর্টস ডেস্ক

১৫ জুন, ২০১৯ | ১২:৫৬ পূর্বাহ্ণ

ইনজুরির জন্য নেইমার খেলতে পারছেন না। তবে ফুটবলপ্রেমীরা যথারীতি দেখতে পাবেন লিওনেল মেসি, রদ্রিগেজ, অ্যালেক্সিস সানচেজ, লুইস সুয়ারেজ, ফিলিপ্পে কুটিনহোদের ফুটবল জাদু। ব্রাজিলে কোপা আমেরিকা আসরের পর্দা উঠছে আজ, বাংলাদেশ সময় ভোর সাড়ে ছ’টায়। ব্রাজিল-বলিভিয়া ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্টের। ৪৬তম কোপা আমেরিকায় দক্ষিণ আমেরিকার ১০ দলের সঙ্গে অংশ নিচ্ছে আমন্ত্রিত দুই দেশ ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার ও ২০২০ অলিম্পিকের আয়োজক জাপান। এবারের কোপা আমেরিকায় দর্শকদের আলাদা নজর থাকবে লিওনেল মেসির দিকে। কোপা আমেরিকার গত টানা দুই আসরে ফাইনালে উঠে টাইব্রেকারে স্বপ্ন ভাঙে মেসির আর্জেন্টিনার। দুবারই তারা শিরোপা খোয়ায় চিলির কাছে। কোপা আমেরিকা আসর চলাকালেই নিজের ৩২তম জন্মদিনের কেক কাটবেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ২৪শে জুন মেসির জন্মদিন। চতুর্বষীয় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকার ২০২৩’র আসরে মেসি খেলবেন না ধরে নেয়া যায়। তখন মেসির বয়স হবে ৩৬। আর ৩৫ বছর বয়সে ২০২২ বিশ্বকাপে খেলবেন মেসি, এটাও ভাবা কঠিন। তাই বলা যায়, জাতীয় দল থেকে অবসরে যাওয়ার আগে আর্জেন্টিনার জার্সি গায়ে তার কোনো শিরোপা জেতার শেষ সুযোগ এটি। আর আর্জেন্টিনা দলে মেসির সতীর্থরা এ নিয়ে জানিয়েছেন তাদের পরিষ্কার ভাবনা। কোপা আমেরিকা আসর সামনে রেখে আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো বলেন, ‘মেসির জন্য একটি ট্রফি জিততে চাই। এবার এটা পেতে জান লাগিয়ে দেবো আমরা।’ গত ছয় বছরে আর্জেন্টিনাকে পৃথক তিনটি বড় আসরের ফাইনালে নিয়ে যান মেসি। তবে প্রতিবারই খালি হাতে ফিরতে হয় মেসিদের। ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের (১১৮মিনিট) গোলে আর্জেন্টিনাকে হারায় জার্মানি। ২০১৫ কোপা আমেরিকা চিলির কাছে টাইব্রেকারে শিরোপা খোয়ায় আর্জেন্টাইনরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট