চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

টসে হেরে ব্যাটিংয়ে ওয়েস্ট উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

১৪ জুন, ২০১৯ | ৪:০৮ অপরাহ্ণ

টসে হেরে ব্যাটিংয়ে ওয়েস্ট উইন্ডিজ। এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ওয়েস্ট উইন্ডিজ দলে একাদশ থেকে তিন পরিবর্তন এনেছে। দলে ফিরেছেন ইনজুরিতে থাকা এভিন লুইস এবং আন্দ্রে রাসেল। এছাড়া পেসার হিসেবে এ ম্যাচে দলে ঢুকেছেন শ্যানন গ্যাব্রিয়েল। আগের ম্যাচে দলে থাকা কেমার রোচ নেই এ ম্যাচের একাদশে। এছাড়া স্পিনার আর্সলে নার্স নেই একাদশে।

ওদিকে ইংল্যান্ড দলে নেই কোন পরিবর্তন। সর্বশেষ ইংলিশরা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলেছে। জয়ী ওই দলের ওপরই ভরসা রেখেছে তারা। দলে ফেরা হয়নি স্পিনার মঈন আলীর। লিয়াম প্লাঙ্কেট আছেন তাদের একাদশে। দু’দলের একাদশ দেখেই বোঝা যায় পেসারদের গতির ঝড় দেখা যাবে এ ম্যাচে।

তবে দুই দল ম্যাচ জেতার জন্য প্রস্তুত।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, সিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েট, শেলডম কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, ওসানে থমাস।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, ইয়ন মরগান, জস বাটলার, বেন স্টোকস, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট