চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আজ ইংল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

‘ঝড় তুলতে মুখিয়ে গেইল’

স্পোর্টস ডেস্ক

১৪ জুন, ২০১৯ | ২:১১ পূর্বাহ্ণ

বিশ্বকাপে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড। সাউদাম্পটনের দ্য রোজ বোলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। ইয়ান মরগানের নেতৃত্বাধীন ইংল্যান্ড এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুইটিতে জিতেছে ও একটিতে হেরেছে। অন্যদিকে, জেসন হোল্ডার বাহিনীও খেলেছে তিনটি ম্যাচ। এর মধ্যে তারা একটিতে জিতেছে ও একটিতে হেরেছে। আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচ খেলার জন্য ফিট উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার। দলের হেড কোচ ট্রেভর বেলিস এমনটি জানিয়েছেন। কার্ডিফে বাংলাদেশের বিরুদ্ধে গত শনিবারের ম্যাচে ব্যাটিং করার সময় কোমরে চোট পান বাটলার। ম্যাচে উইকেটকিপিংও করতেও পারেননি তিনি। বেলিস বলেছেন, ‘বাটলার সুস্থ হয়ে উঠেছে। ও অনেক উঁচু ক্যাচ ধরতে ও দ্রুত দৌড়াতে পারবে কিনা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তবে এখন ও সুস্থ হয়ে উঠেছে।’ বাটলার না নামায় কার্ডিফে ইংল্যান্ডের উইকেটকিপিং এর দায়িত্ব সামলেছিলেন জনি বেয়ারস্টো। যদি বাটলার আবার না খেলতে পারেন তা হলে বেয়ারস্টোই আবার একই দায়িত্ব নেবেন। আজকের ম্যাচে আবার জফরা আর্চারকে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে দেখা যাবে। যাঁর জন্ম বার্বেডোজে। বেলিস বলছেন ২৪ বছর বয়সী আর্চার এই ম্যাচে নামতে মুখিয়ে আছেন। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটম্যান ক্রিস গেইলকে আটকে দেওয়ার জন্যও পেসার আর্চারের বলের গতিকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে ইংল্যান্ডের। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২-২ সিরিজ ড্র করেছিল ইংল্যান্ড। গত ১১টি দ্বিপাক্ষিক সিরিজে ইয়ন মরগানরা শুধু এই একটি সিরিজই জিততে পারেননি। এই সিরিজে চারটি ম্যাচে ৩৯টি ছক্কা হাঁকিয়েছিলেন গেইল। অনেক নাটকের পর শেষ মুহূর্তে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন পেসার জোফরা আর্চার। এই বিশ্বকাপে এরই মাঝে গতির ঝড় তুলে প্রমাণ করেছেন, তাকে দলে নিয়ে ভুল করেননি নির্বাচকরা। তবে ম্যাচের আগে ক্যারিবিয়ান বোলিং কোচ কোরি কলিমোর সাংবাদিকদের জানালেন, আর্চার-উড জুটির বিরুদ্ধে ঝড় তুলতে বিশেষভাবে মুখিয়ে আছেন গেইল। আর্চার ও মার্ক উড দুজনেই গতির ঝড় তুলেছেন আগের ম্যাচগুলোতে। বিশেষ করে আর্চার তো নিয়মিতভাবেই ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বল করে যাচ্ছেন। এই দুই পেসারের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন গেইল, জানালেন কলিমোর, ‘আমি গেইলকে ১৬ বছর বয়স থেকে তিনি। সে চ্যালেঞ্জ নিতে খুবই পছন্দ করে। বিশেষ করে ফাস্ট বোলারদের বিপক্ষে ব্যাটিং তাঁর খুব প্রিয়। আর্চার-উড যেভাবে বোলিং করছে, তাদের মুখোমুখি হওয়া বড় একটা পরীক্ষা হবে।’ অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের পেসাররাও বিশ্বকাপে দারুণ পারফর্ম করছে শুরু থেকেই। ওশান থমাস, আন্দ্রে রাসেল, শেলডন কটরেল ও শ্যানন গ্যাব্রিয়েলরাও ইংল্যান্ডের বিপক্ষে গতির ঝড় তুলবে, বিশ্বাস কলিমোরের, ‘আমাদেরও অনেক ভালো পেসার আছে। দুই দলের বোলিং আক্রমণ শক্তিশালী। তারা ব্যাটসম্যানদের দুর্বলতা বুঝে অনেক বাউন্সারও দেবে। দারুণ একটা ম্যাচের অপেক্ষায় আছি।’ তবে এ ম্যাচেও আছে বৃষ্টির শংকা। গত সোমবার এই একই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি অবশ্য বৃষ্টিতে ভেসে গিয়েছিল। অল-রাউন্ডার আন্দ্রে রাসেল দীর্ঘদিনের হাঁটুর ইনজুরির সমস্যায় পড়ায় প্রোটিয়াদের বিপক্ষে বিশ্রামে ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য তার ফিটনেস নিয়ে এখনো দু:শ্চিন্তায় রয়েছে ক্যারিবিয় শিবির।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট