চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘একাই দল জেতানোর সামর্থ্য রাখেন সাকিব’

স্পোর্টস ডেস্ক

১৪ জুন, ২০১৯ | ১:৪০ পূর্বাহ্ণ

ব্রিস্টলের বৃষ্টি কঠিন করে দিয়েছে বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল খেলার পথ। বৃষ্টিতে শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ার ক্ষতি পুষিয়ে নিতে সোমবার টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের। কাজটা মোটেও সহজ হওয়ার কথা নয়, যখন প্রতিপক্ষ দলে থাকেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা। যাদের একজন জ্বলে উঠলেই হয়ে উঠতে পারেন ম্যাচ উইনার। টনটনে এমন ম্যাচের আগে বাংলাদেশ দলে খেলোয়াড়দের নিয়ে দারুণ আত্মবিশ্বাসী খালেদ মাহমুদ সুজন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘শুধু ওয়েস্ট ইন্ডিজ না, যেকোনো দলই আমাদের জন্য কঠিন। আমাদের সক্ষমতা আছে। সাকিবের সামর্থ্য আছে একাই ম্যাচ জিতিয়ে দেয়ার। তামিম, মুশফিক আছে, তারাও সেটি পারে।’ সমীকরণ কঠিন হয়ে গেছে। এখন বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে এক এক করে ভাঙতে হবে বড় বড় সিঁড়ি। সেখানে প্রতিটি ধাপই যে কঠিন হবে সেটিও মনে করিয়ে দিলেন সুজন। ‘কঠিন প্রতিপক্ষকে হারিয়েই আমাদের সামনে যেতে হবে। যদি সেরা চারে উঠতে চাই। আমরা সেভাবেই পরিকল্পনা করব, যেভাবে জেতা যায়। বাংলাদেশ দলকে উপরের দিকে যেতে হল কঠিন পথ পেরিয়েই যেতে হবে।’ টনটনের ছোট মাঠ বড় শট খেলতে অভ্যস্ত ক্যারিবীয়দের জন্য সহায়ক হবে। তবে বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদের জায়গায় অবিচল সুজন, ‘বাংলাদেশ দলের এই প্রথম টনটনে আসা, ছোট মাঠ। তারপরও আমরা আশাবাদী। আমরা ভালো ক্রিকেট খেলছি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট