চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

অস্ট্রেলিয়াকে ৩৫৩ রানের লক্ষ্য দিয়েছে ভারত

স্পোর্টস ডেস্ক

৯ জুন, ২০১৯ | ৯:০৮ অপরাহ্ণ

লন্ডনের ওভালে বিশ্বকাপ ক্রিকেটের হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার শিখর ধাওয়ানের শতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। জিততে হলে রেকর্ড করতে হবে অস্ট্রেলিয়াকে।
বিশ^কাপে এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩২৯ রান তাড়া করে জিতেছিল আয়ারল্যান্ড। ২০০১ বিশ্বকাপে এ রেকর্ডটি গড়েছিল আয়ারল্যান্ড।
গতকাল রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের উদ্বোধনী জুটিতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ভারত। ১২৭ রানের জুটিটি ভাঙেন কুল্টারনাইল। উইকেটরক্ষক এলেক্স ক্যারির হাতে তালুবন্দি হওয়ার আগে ৭০ বলে ৩টি চার ও ১টি ছয়ে ৫৭ রান করেন রোহিত। এরপর বিরাট কোহলির সাথে ৯৩ রানের জুটি গড়েন ধাওয়ান। ৩৭তম ওভারে স্টার্কের শিকার হওয়ার আগে ১০৯ বলে ১৬টি চারে ১১৭ রান করেন ধাওয়ান। এরপর হার্দিক পাণ্ডের সাথে জুটি গড়েন দলপতি কোহলি। দলীয় ৩০১ রানে প্যাট কামিন্সের বলে আউট হয়ে ফেরার আগে মাত্র ২৭ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৪৮ রান করেন হার্দিক। ইনিংসের ১ বল আগে স্টাইনিসের বলে কামিন্সের তালুবন্দি কোহলি খেলেন ৭৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৮২ রানের ইনিংস। এর আগে ২৭ রান করে ফেরেন মাহেন্দ্র সিং ধোনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট