চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

Bangladesh's Shakib Al Hasan plays a shot during the 2019 Cricket World Cup group stage match between England and Bangladesh at Sophia Gardens stadium in Cardiff, south Wales, on June 8, 2019. (Photo by Paul ELLIS / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read PAUL ELLIS/AFP/Getty Images)

সাকিবের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

পূর্বকোণ ডেস্ক

৮ জুন, ২০১৯ | ৯:১৪ অপরাহ্ণ

বাংলাদেশকে জয়ের জন্য ৩৮৭ রানের কঠিন টার্গেট দিয়েছে ইংল্যান্ড।

শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস হেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড জেসন রয়ের সেঞ্চুরি এবং জনি বেয়ারস্টো ও জস বাটলারের হাফ-সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশের বিপক্ষে ৩৮৬ রানের পাহাড় গড়েছে। কঠিন টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই সৌম্য ও তামিমের উইকেট হারিয়ে ফেললেও আশা দেখিয়ে যাচ্ছে সাকিবের ব্যাট। সাকিবের ৫৪ বলে ৫১ রানে ১৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৮ রান। জিততে হলে সাকিবের সঙ্গে মুশফিক ও মাহমুদুল্লাকেও বড় রান সংগ্রহ করে জয়ে ভূমিকা রাখতে হবে।

আজ ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে মারমুখী ব্যাটিংয়ে মাত্র ৩৮ বলে অর্ধশতক তুলে নেন জেসন রয়। ৫০ বলে ৫১ রানে জনি বেয়ারস্টো ফিরলেও মারকুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন রয়। সেঞ্চুরির পর আরও বিধ্বংসী হয়ে উঠেন তিনি। ৯৩ বলে ১০০ করা রয় আউট হওয়ার আগে ১২১ বলে ৫ ছক্কা ও ১৪ চারের সাহায্যে ১৫৩ রান করেন। এর মধ্যে জো রুটকে ২১ রানে ফিরিয়ে টাইগার শিবিরে কিছুটা স্বস্তি নিয়ে আসেন সাইফউদ্দিন।

এদিকে, জেসন রয় ও বেয়ারস্টোর ফিরে গেলেও তাদের গড়ে দেয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে ক্রিজে এসে ঝড় তোলেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান জস বাটলার। সাইফউদ্দিনের বলে সৌম্যের হাতে ধরা পড়ার আগে তার ব্যাট থেকে আসে  ৪৪ বলে ব্যক্তিগত ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস। এরপরও ঝড় থামেনি। শেষ দিকে ক্রিস ওকস ৮ বলে ১৮ রান এবং লিয়াম প্লাঙ্কেট ৯ বলে ২৭ রান করলে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৮৬ রান।

বাংলাদেশের পক্ষে মিরাজ ও সাইফউদ্দিন দুটি করে এবং মাশরাফি ও মুস্তাফিজ একটি করে উইকেট নেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট