চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ জুন, ২০২৩

সর্বশেষ:

৮ জুন, ২০১৯ | ১:১৬ পূর্বাহ্ণ

নেশনস লিগের ফাইনালে নেদারল্যান্ডস

উয়েফা নেশনস লিগের ফাইনালে ইংল্যান্ডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। নাটকীয় ম্যাচটি শেষ পর্যন্ত নিষ্পত্তি হয় অতিরিক্ত সময়ে গিয়ে। পর্তুগালের গুমাইরাসের এস্তাদিও ডম আলফন্সো হেনরিক স্টেডিয়ামে শুক্রবার রাত পৌনে একটায় মুখোমুখি হয় দু’দল। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ১-১ গোলে সমতায় থাকলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ডাচরা। যে ডি লিট ডাচদের ডুবিয়েই ছিল, সেই ডি লিটেই শেষ রক্ষা টোটাল ফুটবলের জনকদের। কুইন্সি প্রোমসের গোলে ৩-১ গোলের জয় নিশ্চিত হয় ডাচদের। ফাইনালে নেদ্যারল্যান্ডসের প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।-ইন্টারনেট

শেয়ার করুন