চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

গেইলকে বুড়ো বলেছেন অজি পেসাররা

মুখোমুখি লড়াইয়ে আজ অস্ট্রেলিয়া ও উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

৬ জুন, ২০১৯ | ১:৪৭ অপরাহ্ণ

আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়েস্ট উইন্ডিজ। ট্রেন্ট ব্রিজের ছোট মাঠে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। পাকিস্তানের বিপক্ষে ইতিমধ্যে শক্তির পরীক্ষার প্রমাণ দিয়েছেন উইন্ডিজ দল। নিজেদের প্রথম ম্যাচে ১০৫ রানে অলআউট করে দিয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। আজও সেই জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে নামছে ওয়েষ্ট উইন্ডিজ দল।

প্রস্তুত অজি শিবিরও। চলছে প্রস্তুতি। বিপক্ষ দলের মানসিকভাবে আঘাত করে নানান কৌশল অবলম্বন করা নতুন নয় টিম অস্ট্রেলিয়ার জন্য। তাই ক্রিস গেইলকে বুড়ো বলে সম্বোধন করেছেন অজি পেসাররা। তারা বলছেন, ক্রিস গেইলের অনেক বয়স হয়ে গিয়েছে। স্টার্কের গতি সামলানো সহজ হবে না।

তবে উইন্ডিজ ক্রিকেটাররাও প্রস্তুত অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়তে। অ্যাটাকিং ব্যাটিং, অ্যাটাকিং বোলিং। ক্লাসিক ওয়েস্ট ইন্ডিজের মন্ত্রে উদ্বুদ্ধ আজকের উইন্ডিজ। এভিন লুইস, শেই হোপ, শিমরন হেটমায়ারদের মতো তরুন ব্যাটসম্যানরা যে কোন দলের জন্য হুমকি। জেসন হোল্ডার, কেমার রোচ, আন্দ্রে রাসেল, শেলডন কটরেলরা প্রস্তুত গতি আর বাউন্সারে প্রতিপক্ষকে ঘায়েল করতে। আরেকজন আছেন, ইউনিভার্সাল বস, ক্রিস গেইল। তাকে নিয়ে নিশ্চয়ই আলাদা পরিকল্পনা করছে অজি শিবির। তাই গেইলকে নিয়ে হয়তো এমন মন্তব্য করেছেন অজি পেসাররা।

আজ ট্রেন্ট ব্রিজের অদ্ভুত আকৃতির মাঠে এই লড়াইয়ে নতুন এক উন্মাদনার জন্ম দিতে পারে বিশ্বকাপের এবারের আসরে। রানের জোয়ারে ভাসতে পারে ট্রেন্টব্রিজ। কারণ মাঠটি তুলানমুলকভাবে ছোট।

পূর্বকোণ/ পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট