চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ছন্দে ফিরতে মরিয়া মিরাজ

ছন্দে ফিরতে মরিয়া মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২০ | ৮:১৪ অপরাহ্ণ

ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। অভিষেকেই ইংলিশ ব্যাটসম্যানদের দারুণ পরীক্ষা নিয়ে বড় মঞ্চে নিজেরপ প্রতিভার জানান দেন। কিন্তু বাংলাদেশের সর্বশেষ চারটি টেস্টে মিরাজকে মিরাজসুলভ পাওয়া যায়নি, কেমন যেন নিষ্প্রভ ছিলেন। মিরাজের জন্যও এটা ছিল হতাশার। হতাশার ওই দিনগুলো পেছনে ফেলে ছন্দে ফিরতে মরিয়া ২৫ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার। গতকাল রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন তিনি।

২২ টেস্টে ৯০ উইকেট নিয়েছেন মিরাজ। যার ২১টি এসেছে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টেই। কিন্তু শেষ চার টেস্টে মিরাজ মাত্র ৬ উইকেট নিয়েছেন। এমন পারফরম্যান্সে মিরাজ নিজেই চিন্তিত ছিলেন। নিজের উপলব্ধি থেকেই কাজও করছিলেন। কিন্তু লকডাউনে তার পরিকল্পনায় ব্যাঘাত ঘটেছে। যদিও আশা, খুব দ্রুতই নিজের চেনা ছন্দে ফিরতে পারবেন।

মিরাজ বলেন, ‘আমি চেষ্টা করছি যতটা সম্ভব বোলিংটা আগে যেখানে ছিল সেখানে আনার। আমার কোচের সাথেও কথা বলেছি, তিনিও আমাকে পরামর্শ দিয়েছেন কিভাবে কী করলে ভালো করা সম্ভব। আমার অভিষেক থেকে টানা তিনবছর ভালোই গেছে। কিন্তু শেষ দুই-তিনটা সিরিজ যেরকম চেয়েছি, সেরকম হয়নি। সামনে খেলা শুরু হয়ে যাচ্ছে, অনুশীলন শুরু হয়েছে, যতটা সম্ভব নিজেকে গুছিয়ে নিয়ে ভালো করার চেষ্টা করবো। এবং আগে যেরকম বোলিংটা করতাম সেই ছন্দে ফিরে আসতে চাই।’

শ্রীলংকা সিরিজকে সামনে রেখে ব্যক্তিগতভাবে হোম অব ক্রিকেটে অনুশীলন করছেন ক্রিকেটাররা। কিছুদিন ধরে সেন্টার উইকেট বোলিং করছেন মিরাজ। তারই ধারাবাহিকতায় রবিবারও বেশ কয়েক ওভার বোলিং করেছেন। বর্তমান প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট মিরাজের কথা, ‘অনেকদিন পর বোলিং শুরু করেছি মিরপুরে, ৫-৬ মাস পর এখানে বোলিং শুরু করেছি। তিন-চারদিন হলো এখানে বোলিং করছি, ভালো লাগছে। ব্যাটসম্যান যারা আছে তারাও অনেকদিন পর মাঠে নেমেছে, তারাও অনেক ভালো খেলছে। আসলে সবাই দ্রুত নিজের জায়গাটায় ফিরে আসতে চেষ্টা করছে। আশা করি সব ব্যাটসম্যান- বোলার খুব তাড়াতাড়ি নিজের জায়গায় ফিরে আসবে।’

২২ টেস্টের মধ্যে ১১ টেস্ট দেশের বাইরে খেলেছেন মিরাজ। দেশে খেলা বাকি ১১ টেস্টে ৬১ উইকেট পেলেও দেশের বাইরে তার উইকেটসংখ্যা ২৯টি। মিরাজের জন্য তাই দেশের বাইরের চ্যালেঞ্জটাই বেশি।

আগামী অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুরু শ্রীলংকা সিরিজ নিয়ে তাই বাড়তি ভাবনা মিরাজের, ‘বিদেশের মাটিতে আমাদের স্পিনারদের জন্য চ্যালেঞ্জ থাকে, বিশেষ করে আমার জন্য বেশি। ওখানে কীভাবে কী করলে ভালো হয় সেসব নিয়ে কোচ ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে আলাপ করেছি। সেভাবেই কাজ করছি। আশা করি সামনের দিনগুলোতে তার সঙ্গে কাজ করতে পারবো।’

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট