৩ জুন, ২০১৯ | ২:৩২ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে আজ ট্রেন্ট ব্রিজে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে স্বাগতিকরা। আজ টানা দ্বিতীয় জয় নিয়ে শিরোপার পথে এগিয়ে যেতে চায় ইয়ান মরগানের দল। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। ওয়ানডেতে টানা ১১ ম্যাচে পরাজয়ে বিমর্ষ সরফরাজ বাহিনী বিশ^কাপে ঘুরে দাঁড়াতে
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। আজকের ভেন্যু ব্যাটিং স্বর্গ হিসেবে বিবেচিত ট্রেন্ট ব্রিজের এ মাঠেই এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ইংল্যান্ড। তবে এ মাঠেই আগের ম্যাচে ক্যারিবিয়দের সুশৃঙ্খল বোলিং তোপে ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানে গুটিয়ে গেছে উপমহাদেশের দলটি। অথচ এখানেই পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালে তিন উইকেটে ৪৪৪ এবং ২০১৮ সালে ছয় উইকেটে ৪৮১ রানের রেকর্ড গড়েছে ইংল্যান্ড।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারানো ইংল্যান্ড আজ পাকিস্তানের বিপক্ষে ফাস্ট বোলার মার্ক উডকে পুনরায় দলে ডাকতে পারে। শর্ট পিচ বলে পাকিস্তানের দুর্বলতার বিষয়টি বিবেচনা করে ফাস্ট বোরার জোফরা আর্চারের সঙ্গে জুটি হিসেবে উডকে রাখতে পারে ইংল্যান্ড। গত বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই লজ্জাজনকভাবে বিদায় নেয়ার পর থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। ফর্মের তুঙ্গে থাকা ইংলিশরা আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করেছে। তবে আর্চারের বোলিং তোপে প্রোটিয়ারা খেই হারিয়ে ফেলার আগে ওভালে ফ্ল্যাট হওয়া সত্ত্বেও আগে ব্যাটিং করে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১১ রান করতে পেরেছে স্বাগতিক ইংল্যান্ড। ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে পাঁচশ রান করা এক সময় অসম্ভব মনে হতো। তবে ইংল্যান্ড দলের সাম্প্রতিক রেকর্ড ভাঙ্গা ব্যাটিং দেখে মনে হচ্ছে আজ ট্রেন্ট ব্রিজে আগে ব্যাটিং করলে পাঁচশর কাছাকাছি তারা যেতেও পারে। সম্প্রতি ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে একটি সিরিজ পরাজয়সহ নিজেদের শেষ ১১টি ওয়ানডেতে পরাজিত হয় পাকিস্তান। এছাড়া গত ১১টি বিশ্বকাপে দুই দল ৯ বার মুখোমুখি হয়েছে। চারটি করে ম্যাচও জিতেছে। একটি ম্যাচ পরিত্যক্ত। তবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান থেকে ইংল্যান্ডের পাল্লাটা যে ভারী। এখানে অনেক ব্যাকফুটে রয়েছে এশিয়ার দেশটি। ওয়ানডেতে উভয় দল ৮৭ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ৫৩ বার ইংল্যান্ড আর ৩১ বার পাকিস্তান জয় পেয়েছে। উভয় দলের মধ্যে তিনটি ম্যাচ পরিত্যক্ত। এই মুহূর্তে পরিসংখ্যান নিয়ে একদমই ভাবছেন না পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হারের ক্ষত স্থানে যেনো ‘পচন’ ধরতে না পারে, সে দিক লক্ষ্য রেখেই ইংল্যান্ডের মোকাবিলা করবে পাকিস্তান। স্বাগতিকদের হারিয়ে প্রথম ম্যাচে হারের ব্যাথা ভুলতে চান সরফরাজরা। আজ ইংল্যান্ডের ট্রেন্টব্রিজে বাংলাদেশ সময় ৩-৩০ মিনিটে লড়াই শুরু হবে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে। অধিনায়ক সরফরাজ বললেন, ইংল্যান্ড নিঃসন্দেহে শক্ত প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধেই আমাদের ঘুরে দাঁড়াতে হবে। তবে ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান কিন্তু পাকিস্তানকে মোটেও চাপ মনে করছেন না। তিনি বলেন, ক্রিকেট বিশ্বে শক্তিশালী দলের একটি হলো পাকিস্তান। বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হারের জন্য তাদের মোটেও দুর্বল মনে করা ঠিক হবে না। এই আসরে তারা ভালোভাবেই ঘুরে দাঁড়াবে বলে আমার বিশ্বাস। মর্গান এও বলেন, শুধু পাকিস্তান নয়, প্রতিটি দলের বিরুদ্ধেই আমাদের জয়ের ধারা অব্যাহত থাকবে।