৩ জুন, ২০১৯ | ২:০১ পূর্বাহ্ণ
প্রিয় দলের বিশ্বকাপকে সামনে রেখে গোটা বাংলাদেশ উত্তাল, উন্মুখ অপেক্ষা। এদিকে প্রবাসী বাঙ্গালীরাও কম যাচ্ছেন না। প্রিয় জাতীয় দলকে উৎসাহ জোগাতে, অনুপ্রাণিত করতে এবং মাঠে এসে অকুন্ঠ সমর্থন জোগাতে প্রবাসী বাঙ্গালীদের উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। পূর্ব লন্ডনে বাঙ্গালী অধ্যুসিত এলাকায় মিলছে এর পূর্বাভাস। বিভিন্ন দোকানে বাংলাদেশের লাল সবুজ জার্সি বিক্রি হচ্ছে দেদারসে। জানা গেছে ১৫ পাউন্ডে বিক্রি হচ্ছে জার্সি। সবুজ ও লাল দুই রংয়ের জার্সিই পাওয়া যাচ্ছে ১৫ পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৬০০ টাকা।-ইন্টারনেট
The Post Viewed By: 218 People