চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিশ^সেরা অল-রাউন্ডারের অনন্য অর্জন

সাকিব-মুশফিকের রেকর্ড জুটি

স্পোর্টস ডেস্ক

৩ জুন, ২০১৯ | ২:০০ পূর্বাহ্ণ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত একটি জুটি উপহার দিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান এবং মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। দু’জনের ১৪২ রানের তৃতীয় উইকেট জুটি একটি রেকর্ডও ছুঁয়েছে। জুটি বেঁধে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের কীর্তি আগে থেকেই সাকিব-মুশফিকুর রহিমের। এবার তারা ভাগ বসালেন দেশের হয়ে শতরানের জুটির রেকর্ডে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৫ বলে সাকিব-মুশফিক জুটির সেঞ্চুরি পূরণ হয়। ওয়ানডেতে এটি তাদের পঞ্চম শতরানের জুটি। পাঁচটি করে শতরানের জুটি আছে তামিম ইকবাল ও মুশফিক এবং তামিম ও সৌম্য সরকারের। বিশ্বকাপে এ নিয়ে চতুর্থবার শতরানের জুটি পেল বাংলাদেশ। আগের তিনটি জুটিই হয়েছিল গত আসরে। ৮৪ বলে ৮ চার ১ ছক্কায় ৭৫ রান করে বিশ্বসেরা অল-রাউন্ডার ইমরান তাহিরের বলে বোল্ড হয়ে যান। এই জুটি গড়ে দু’জনের ভেঙেছেন তাদেরই ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে করা ১৪১ রানের জুটির রেকর্ড। সাকিব-মুশফিকের ১৪২ রানের এই জুটি এখন বিশ্বকাপে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ।
বিশ^ সেরা অল-রাউন্ডারের শীর্ষস্থান থেকে সাকিবকে সরিয়ে সিংহাসনটা দখলে নিয়েছিলেন রশিদ খান। কিন্তু বিশ্বসেরার মঞ্চে নামার আগে আফগান তারকার থেকে অলরাউন্ডারদের গদি পুনরুদ্ধার করেছেন সাকিব আল হাসান। গতকাল ওভালে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে নেমে সেরা সাকিব গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড। সাকিব এর আগে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপ শুরু করেছিলেন অলরাউন্ডারের শীর্ষে থেকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করতে নেমে ২০১৯ বিশ্বকাপও শুরু করেন শীর্ষে থেকেই। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনটি বিশ্বকাপে শীর্ষে থেকে শুরু করলেন টাইগার অলরাউন্ডার। শীর্ষে থেকে তিনটি বিশ্বকাপ খেলা একমাত্র ক্রিকেটার হয়ে গেলেন তাতে। এই ম্যাচে সাকিব ছুঁয়েছেন কীর্তি-রেকর্ডের আরও দুটি পালঙ্ক। নামার আগে আন্তর্জাতিক ক্যারিয়ারে তার মোট রান ছিল ১০৯৯৫। ব্যক্তিগত ৫ রানের সময় দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে ১১ হাজারি রানের ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। গতকাল বোলিং ইনিংসে সাকিব একটিমাত্র উইকেটে পেলেই ওয়ানডে ক্যারিয়ারের ২৫০টি উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। তার আগে ওয়ানডেতে ২৫০ উইকেট ও ৫ হাজার রানের ডাবল আছে মাত্র চারজনের। ২০০ ম্যাচের আগে কেউ এ রেকর্ড ছুঁতে পারেনি। ১৯৯তম ম্যাচেই এ বিরল রেকর্ডের মালিক হওয়ার অপেক্ষায় সাকিব।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট