চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ : গাঙ্গুলি

১ জুন, ২০১৯ | ২:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ নিজেদের প্রথম বিশ্বকাপ খেলে ১৯৯৯ সালে, ইংল্যান্ডে। বিশ বছর পর একই জায়গায় আবারো বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে প্রথমবারের পরিস্থিতি আর এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। সেবার বাংলাদেশের কাছে অংশগ্রহণই ছিলো বড় কথা আর এবার বাংলাদেশ যাচ্ছে বড় স্বপ্ন নিয়ে। মাঝের এই পাঁচ বিশ্বকাপে বাংলাদেশের যে কয়েকটি স্মরণীয় মুহূর্ত তার মধ্যে অন্যতম ২০০৭ সালে শক্তিশালী ভারতকে হারানো। আর সেই ভারতী দলের অন্যতম সদস্য ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও মানছেন এবারের বিশ্বকাপে ভালো করতে পারবে বাংলাদেশ। কিন্তু ভারতের কাছে প্রস্তুতি ম্যাচে ৯৫ রানের বড় হার বাংলাদেশি সমর্থকদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে গাঙ্গুলি মনে করছেন এটা কেবলই প্রস্তুতি ম্যাচ, বিশ্বকাপের মূল ম্যাচে ঠিকই ভালো করবে বাংলাদেশ। তিনি বলেন, ‘এটা একটা প্রস্তুতি ম্যাচ। তারা ভিন্ন কম্বিনেশনের মাধ্যমে নিজেদের খেলোয়ারদের যাচাই করে নিয়েছে সেদিন। এ কারণেই তারা এতো বড় ব্যবধানে হেরেছে। কিন্তু তারা এটা থেকে বেরিয়ে আসবে এবং বিশ্বকাপে ভালো কিছু উপহার দিবে।’ প্রস্তুতি ম্যাচে হারলেও বাংলাদেশের ছিলো কিছু প্রাপ্তিও।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট