চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইংল্যান্ডের বড় ধাক্কা

হেলস ডোপ-পাপী, বিশ্বকাপ নিয়ে শঙ্কায়

স্পোর্টস ডেস্ক

২৮ এপ্রিল, ২০১৯ | ১:১৯ পূর্বাহ্ণ

বিশ্বকাপের আগে ইংল্যান্ডকে বড় এক ধাক্কাই দিলেন এলেক্স হেলস। ডোপ টেস্টে পজেটিভ হয়েছেন মারকুটে ইংলিশ ব্যাটসম্যান। পেয়েছেন ২১ দিনের নিষেধাজ্ঞা! ঘরের মাঠে বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ড ১৫ সদস্যের দলে আছেন হেলস। গতকাল দলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল তার। তার আগে দেহে নিষিদ্ধ মাদকের প্রমাণ পাওয়া গেল। হেলসকে দুবার পরীক্ষা করে প্রতিবারই মাদকের প্রমাণ পাওয়া গেছে। বিশ্বকাপের দল ঘোষণার আগে প্রথম পরীক্ষার ফল জানা ছিল না ইংলিশ নির্বাচকদের। বিষয়টি নিয়ে এখন গোপনীয়ভাবে তদন্ত চলছে বলে গার্ডিয়ান পত্রিকাকে নিশ্চিত করেছেন ইংলিশ ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র! কাউন্টি দল নটিংহ্যামশায়ারের হয়ে ওয়ানডে টুর্নামেন্ট খেলছিলেন হেলস। বিশ্বকাপের দল ঘোষণার পরপরই ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নেন ৩০ বছর বয়সী এ ব্যাটসম্যান! সারে ব্যাটসম্যান টম মেয়নার্দের মৃত্যুর পরপর প্রত্যেক পেশাদার পুরুষ ও নারী ক্রিকেটারের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করে ইংলিশ পেশাদার ক্রিকেট এসোসিয়েশন। প্রথমবার টেস্টে পজেটিভ হলে কাউন্সেলিংয়ের মাধ্যমে ক্রিকেটারদের সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করা হয়। সেক্ষেত্রে হাতেগোনা কয়েকজন ব্যক্তির কাছে বিষয়টি সীমাবদ্ধ থাকে। দ্বিতীয়বার প্রমাণিত হলে ২১ দিনের নিষেধাজ্ঞাসহ বার্ষিক বেতনের ৫ শতাংশ জরিমানা করা হয়। এক্ষেত্রে বোর্ড প্রধানসহ কাউন্টি দল ও নির্দিষ্ট কয়েকজন ব্যক্তিকে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়। তৃতীয়বার ডোপ টেস্টে পজেটিভ হলে কঠিন শাস্তি অপেক্ষা করে আছে হেলসের জন্য। সেক্ষেত্রে এক বছরের জন্য সকল প্রকার ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি। যেতে হতে পারে মাদক নিরাময় কেন্দ্রেও। অভিযোগ গুরুতর হলে মিলতে পারে আজীবন নিষেধাজ্ঞা। হেলসের ক্যারিয়ারে কালো দাগ হয়ে রইল এ ঘটনা। ২০১৭ সালে সতীর্থ বেন স্টোকসের সঙ্গে ব্রিস্টলের নাইটক্লাবে মারামারিতে অংশ নিয়ে বোর্ডের কাছ থেকে ১৭,৫০০ পাউন্ড জরিমানা গুণতে হয়েছে তাকে। বিশ্বকাপের প্রাথমিক দলে থাকলেও হেলসের বিষয়টি নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড। ২৩ মে পর্যন্ত আইসিসির অনুমতি ছাড়াই দল পরিবর্তন করা সম্ভব। হেলসকে তাই দলে রাখা হবে কিনা সেটা নিয়ে এখনো মন্তব্য করার সময় হয়নি বলে ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন বোর্ড পরিচালক এশলে জাইলস।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট