২৮ এপ্রিল, ২০১৯ | ১:১৯ পূর্বাহ্ণ
আসছে বিশ্বকাপ ক্রিকেট, সবার আগ্রহের কেন্দ্র এক দিকেই! কখন মিলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সির দেখা। কাল অথবা পরশু উন্মোচিত হতে পারে টাইগারদের বিশ্বকাপ জার্সি। উন্মোচন করার পরই শুরু হবে জার্সি বিক্রি। জার্সির বিক্রি মূল্য রাখা হয়েছে ১১৫০ টাকা। তবে শিশুদের জার্সির মূল্য থাকবে ৮৭৫ টাকার মধ্যে। বাংলাদেশের জাতীয় পতাকার রঙের সাথে মিল রেখেই টাইগারদের জার্সির রঙও লাল-সবুজ, তাই অনিবার্যভাবেই বিশ্বকাপে জাতীয় দলের যে জার্সি বাজারে ছাড়া হবে তার রঙ অবশ্যই লাল-সবুজই থাকবে।-ইন্টারনেট
The Post Viewed By: 280 People