চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

হাবিবুল হক তুষার মেমোরিয়্যাল ¯œুকারে চ্যাম্পিয়ন ওয়াসেফ,রানার আপ রাজ

২৮ এপ্রিল, ২০১৯ | ১:১৯ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেড এ আয়োজিত হাববিুল হক তুষার মেমোরিয়্যাল সিক্স রেড ¯œুকার টুর্নামেন্ট ‘র ফাইনাল খেলা ২৫ এপ্রিল ( বৃহস্পতিবার) রাতে সম্পন্ন হয় । সন্ধ্যে সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ৫ ঘন্টার এই উত্তেজনাপূর্ন খেলায় শোভন এম সাহাবুদ্দিন রাজকে ৭ – ৪ গেমে পরাজিত করে ওয়াসেফ হোসেন খালেদ চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। খেলাটি উপভোগ করার জন্য ¯œুকার বিভাগের মেম্বার ইনচার্জ নুরুদ্দিন জাবেদ সহ ক্রীড়োমোদী ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট