চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কোহলির কারণে বিশ্বকাপ জিতবে না ভারত !

২৮ এপ্রিল, ২০১৯ | ১:১৮ পূর্বাহ্ণ

বিশ্বকাপ শুরুর আগেই যত দুশ্চিন্তার শুরু! দলের অভিজ্ঞতা আর গভীরতা বিবেচনায় কে এগিয়ে তা নিয়ে বিস্তর গবেষণা চলছে। নিজেদের মত তুলে ধরছেন ক্রিকেট বোদ্ধারা। কেউ কেউ আবার আশ্রয় নিচ্ছেন জ্যোতিষবিদ্যার। সেই বিদ্যার বলে ভারতের এক জনপ্রিয় জ্যোতিষী যে ভবিষ্যৎবাণী করেছেন, দেশটির শতকোটি ক্রিকেটভক্তের হৃদয় তাতে ভেঙে যেতে পারে! মুম্বাইয়ের জনপ্রিয় জ্যোতিষী গ্রিনস্টোন লোবো। সম্প্রতি মোড়ক উন্মোচিত হয়েছে তার বই ‘হাউজ্যাট’র। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন ভারতের সাবেক অধিনায়ক দিলীপ ভেংসরকার। তার উপস্থিতিতেই লোবোর ভবিষ্যৎবাণী, এবার বিশ্বকাপ জিতবে না ভারত। কারণ, দলপতি কোহলির জন্মসাল! ১৯৮৮ সালের ৫ নভেম্বরে জন্মগ্রহণ করেন কোহলি। লোবোর চোখে এই জন্মসালটাই হতে যাচ্ছে যত নষ্টের কারণ, ‘এবছর ভারত বিশ্বকাপ জিতবে না। বিরাট কোহলির জন্মসালটা ১৯৮৬ কিংবা ১৯৮৭ সালে হওয়া উচিত ছিল, ১৯৮৮ সালে জন্মগ্রহণকারী কারও জন্য এবছরটা ভালো না।’ বিষয়টার ব্যাপারে আমি কোহলির বাল্যকালের কোচ রাজকুমার শর্মাকে ফোন দিয়েছিলাম। তাকে বলতে আমার কষ্ট হয়েছে যে, ভারত এবার কোহলির জন্মসালের জন্য বিশ্বকাপ জিতবে না। আমার বিশ্বাস ১৯৮৬ কিংবা ১৯৮৭ সালে জন্ম নেয়া কেউ অধিনায়ক হলে বিষয়টা বদলাতে পারে। কষ্ট হলেও রাজকুমার আমার সঙ্গে একমত হয়েছেন। প্রয়োজনে অধিনায়কত্ব বদল করা দরকার কিনা সেটাও জানতে চেয়েছেন!’ কোহলিকে বাদ না দিয়েও আবার ভিন্ন এক উপায়ে ভারতের বিশ্বকাপ জয়ের পথ বাতলে দিয়েছেন লোবো। বাদ দিতে বলেছেন মহেন্দ্র সিং ধোনিকে! তার মতে সমস্ত সৌভাগ্য ফুরিয়ে গেছে ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়কের, ‘আমরা আরেক ভাবে বিশ্বকাপ জিততে পারি। সেক্ষেত্রে ধোনিকে বাদ দিতে হবে। তার ভাগ্য সবসময়ই ভালো ছিল। তবে এবারের সময়টা তার না!’ কোহলি, ধোনিদের পাশাপাশি ভারত কোচ রবি শাস্ত্রীরও ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা দেখছেন এ জ্যোতিষ, ‘শাস্ত্রীর রাশিফল খুব ভালো। তবে কোচ হয়ে তিনি কোনদিনই বিশ্বকাপ জিতবেন না। তিনি তার সেরাটা দেখে ফেলেছেন!’ ভারতীয় ক্রিকেটার ও উচ্চমহলে বেশ প্রভাব রয়েছে লোবোর। ২০১১ ও ২০১৫ সালে সঠিক ভবিষ্যৎবাণী করে রীতিমত তারকা বনে যান তিনি। কে জানে তার কথায় আবার না উজ্জীবনি শক্তিই হারিয়ে বসে ভারতীয় দল!-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট