চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এক নজরে ২০১৯ বিশ্বকাপ

৩০ মে, ২০১৯ | ২:৪০ পূর্বাহ্ণ

আজ থেকে শুরু হতে যাওয়া ১২তম বিশ্বকাপের ফাইনাল হবে ১৪ জুলাই। ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯ সালের পর পঞ্চমবারের মতো বিশ্বকাপ হতে যাচ্ছে ইংল্যান্ড। দ্যা ওভালে পর্দা উঠবে বিশ্বকাপের। ফাইনাল হবে ক্রিকেটের মক্কা হিসেবে খ্যাত লর্ডসে। ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া গত চার বিশ্বকাপের ফাইনালও হয়েছিল লর্ডসে। দশ দলের এ বিশ্বকাপে প্রথম রাউন্ডে প্রত্যেক দল প্রত্যেকের মুখোমুখি হবে। ১৯৯২ সালে এমন রাউন্ড রবিন ফরম্যাটে বিশ্বকাপ হলেও তখন দল ছিল ৯টি। সব মিলিয়ে বিশ্বকাপে ম্যাচ হবে ৪৮টি। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে ম্যাচ হয়েছিল ৪৯ টি করে। ৪৮ টি ম্যাচের জন্য রয়েছে ১১ টি ভেন্যু। এগুলো হলো নটিংহ্যামের ট্রেন্টব্রিজ, ডারহামের দ্যা রিভারসাইড ডারহাম, লন্ডনের দ্যা ওভাল ও লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড, লিডসের হেডিংলি, সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোল, বার্মিংহামের এজবাস্টন, টনটনের কাউন্টি গ্রাউন্ড আর ব্রিস্টলের ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড। ৪৮ ম্যাচ পরিচালনার জন্য ঘোষণা করা হয়েছে ১৬ আম্পায়ারের নাম। এবারের দশ দলের বিশ্বকাপে নেই জিম্বাবুয়ে। ১৯৮৩ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে নেই তারা। এটিই হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ যেখানে আইসিসির কোনো সহযোগী দেশ নেই। বিশ্বকাপে শিরোপা জয়ী দল পাবে ৪৮ লক্ষ মার্কিন ডলার এবং রানার-আপ পাবে ২২ লক্ষ মার্কিন ডলার। সেমি-ফাইনালে পরাজিত দুই দল পাবে ১১ লক্ষ ১শত ডলার।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট