চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আইসিসির নিয়মকে অবমাননা ভারতের !

৩০ মে, ২০১৯ | ২:৪০ পূর্বাহ্ণ

এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রত্যেক দলের জন্য ফটোসেশন সময় নির্ধারন তরে দিয়েছিল আইসিসি। যে সময়ে দলীয় ক্রিকেটারদের নিজেদের মধ্যে আড্ডার পাশাপাশি চলতো অফিসিয়াল ফটোসেশন। আর সেই ফটোসেশানে আইসিসির দেওয়া নির্দেশকে তোয়াক্কা না করে অংশগ্রহণই করেনি ভারত। প্রতি ম্যাচের পর প্রথাগত সংবাদ সম্মেলনের বাইরেও ‘মিডিয়া সেশন’ নামক আলাদা একটি আয়োজনের ব্যবস্থা করেছে আইসিসি। আড্ডামূলক এ আয়োজন বিশ্বকাপকে নতুন মাত্রা দিতে যাচ্ছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। মূলত প্রেস কনফারেন্স রুমেই আলাদা একটি সেট তৈরি করে সেখানে সদ্য সমাপ্ত ম্যাচের দুই দলের তিন-চারজন খেলোয়াড়কে নিয়ে আড্ডা দেয়া হয়। ওই সেটের নাম দেয়া হয়েছে, মিক্সড জোন। সকল দলের মতো ভারতের এই মিক্সড জোনের সময় গত রোবববার ঠিক করে দেয় আইসিসি।
কিন্তু রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে শোচনীয় হারের পর আইসিসির নতুন নিয়মের এই মিডিয়া সেশনে যোগ দেননি কোহলি-ধোনির মতো ক্রিকেটাররা। বারবার অনুরোধ করেও ভারতের কোনো খেলোয়াড়কে সেখানে আনা যায়নি। কেবল রবিন্দ্র জাদেজা এসেছিলেন প্রথাগত সংবাদ সম্মেলনে। যদিও নিউজিল্যান্ডের পক্ষ থেকে মিডিয়া সেশনে যোগ দিয়েছিলেন রস টেলর, ট্রেন্ট বোল্ট এবং কলিন মুনরো। পরে আইসিসি মিডিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, এভাবে ভারতীয় খেলোয়াড়দের মিডিয়া সেশন বয়কট করা স্পষ্টত আইসিসির নিয়মের লঙ্ঘন। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি আইসিসি।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট