চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

কিছু প্রশ্নের হিসাব মেলাতে হবে বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক

৩০ মে, ২০১৯ | ২:৩৯ পূর্বাহ্ণ

আসছে ২ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে অল্প সময়ই পাচ্ছে বাংলাদেশ। এরমাঝেই মেলাতে হবে কিছু হিসাব! মঙ্গলবার ভারতের কাছে ৯৫ রানে হারা প্রস্তুতি ম্যাচ থেকে সামনে আসা ভুল-ত্রুটিগুলো শুধরে নেয়ার পরিকল্পনা সাজাতে হবে। সময়টাতে টাইগার দলের চাই কিছু প্রশ্নের জবাবও। নির্বাচকরা তাদের ১৫ সদস্যের দল দিয়েছেন। সেই দল আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোয় ভালো পারফরম্যান্স এসেছে প্রায় সবার থেকেই। টিম ম্যানেজমেন্টের তাতে মধুর সমস্যাতেই পড়তে হচ্ছে, সঠিক একাদশটি বেছে নিতে। সাব্বির নাকি মোসাদ্দেক, কে হবেন ৭-এর সারথি? মূল একাদশ ঠিক করার আগে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা, কোচ স্টিভ রোডস, নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর, তথা টিম ম্যানেজমেন্টের জন্য। সাউথ আফ্রিকার বিপক্ষে কে হবেন ব্যাটিংয়ে ৭-এর কা-ারি? মোসাদ্দেক হোসেন নাকি সাব্বির রহমান? দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে ছয় মাসের নিষেধাজ্ঞা আগেভাগে তুলে নিয়ে সাব্বির রহমানকে খেলানো হয়েছে নিউজিল্যান্ড সফরে। সেখানে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখাও পেয়েছেন। ওই এক ইনিংস বাদে বাকি ইনিংসগুলোতে নামের প্রতি সুবিচার করতে পারেননি সাব্বির। অন্যদিকে প্রিমিয়ার লিগের পারফরম্যান্স বিবেচনায় আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে জায়গা পান মোসাদ্দেক। চোটের কারণে সাকিব আল হাসান খেলতে না পারায় মেলে একাদশে সুযোগ। ২৩ বলে ঐতিহাসিক এক ফিফটি করে হয়ে ওঠেন ফাইনাল জয়ের নায়ক। ব্যাটের পাশাপাশি বোলিংয়েও ভালো হওয়ায় মোসাদ্দেক হতে পারেন সাতের যোগ্য দাবিদার। তবে মাশরাফির জন্য খানিকটা দুঃসংবাদ, ভারতের বিপক্ষে প্রস্তুতিতে সুবিধা করতে পারেননি দুজনের একজনও। সাব্বির ফিরেছেন মাত্র ৭ রানে। রানের খাতা খুলতেই পারেননি মোসাদ্দেক।
রুবেল নাকি সাইফউদ্দিন, কিংবা দুজনেই?: আগে দুই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকলেও রুবেল হোসেন একটা জায়গায় পিছিয়ে তুলনামূলক অনভিজ্ঞ সাইফউদ্দিনের কাছে। মিডিয়াম পেসের পাশাপাশি ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন সাইফ, যেখানে রুবেল কোনদিনই ভরসার জায়গা নন। তবে ডেথ ওভারে মাশরাফির রুবেল-প্রীতি গোপন কিছু নয়। শেষ সময়ে মুস্তাফিজুর রহমানের সঙ্গে রুবেলের মতো অভিজ্ঞ বোলারের উপর ভরসা রাখেন টাইগার অধিনায়ক। আর বড় কোনো আসরে সাইফউদ্দিন খেলার সুযোগ পাননি এখনও, কিছুটা ঝুঁকি তাই থেকেই যায়। মূল একাদশে মেহেদী হাসান মিরাজ জায়গা পেলে সাইফউদ্দিন ও রুবেলের যেকোনো একজন পারবেন খেলতে। যেদিন মিরাজ খেলবেন না সে ম্যাচে হয়ত দুজনের জন্যই খোলা থাকবেন মূল একাদশের দরজা। তবে সেই সুযোগটা হয়ত খুব কমই!
লিটনের জায়গা মিলবে একাদশে?: ত্রিদেশীয় সিরিজে মাত্র একবার খেলার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। সেখানে ফিফটি করেছেন। পরে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭৩ রান করে নির্বাচকদের মধুর সমস্যায় ফেলে দিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। বাধ্য করেছেন তাকে নিয়ে দ্বিতীয়বার ভাবতে। নির্বাচকদের ভাবনায় অবশ্য ভালোভাবেই আছেন লিটন। তবে সেটা তামিম-সৌম্যের বিকল্প হিসেবে। নতুন বলে ভালো ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও তিনে খেলানো যাচ্ছে না তাকে। কারণ সেখানে খেলতে মরিয়া সাকিব আল হাসান। সঙ্গে পারফরম্যান্সও করে চলেছেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাটিংয়ে চারে মুশফিকুর রহিম, পাঁচে মোহাম্মদ মিথুন, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ খেলায় একমাত্র সাতেই সুযোগ মিলতে পারে লিটনের। কারণে এই একটা জায়গাতেই মোসাদ্দেক-সাব্বিরকে নিয়ে খানিকটা দ্বিতীয় ভাবনা থাকলেও থাকতে পারে নির্বাচকদের।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট