চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিশ্বকাপ জিততে সব কিছু করবে নিউজিল্যান্ড : গাপটিল

২৯ মে, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

গত আসরে সামান্যের জন্য মিস করলেও নিউজিল্যান্ড প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা জিততে এবার সব কিছু করবে বলে জানিয়েছেন দলটির ওপেনিং ব্যাটসম্যান মার্টিন গাপটিল। অনুশীলন ম্যাচে গত শনিবার ৬ উইকেট ও ৭৭ বল হাতে রেখে শক্তিশালী ভারতকে পরাজিত করে নিউজিল্যান্ড। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) গাপটিল বলেন, ‘আমরা বলবনা এবারের বিশ্বকাপ জয়ে আমরা ফেবারিট। তবে এবার আমাদের দলটি খুবই শক্তিশালী। আমরা জানি এটা খুবই কঠিন টুর্নামেন্ট হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেস্টা করব, সম্ভব সব কিছু করব এবং গতবার মিন করা ট্রফিটি এবার জয় করব।’ অভিজ্ঞ এবং ভারসাম্যপূর্ণ একটি দল নিয়ে ইংল্যান্ড পৌঁছেছে নিউজিল্যান্ড এবং এখানকার পিচগুলো দলের সাফল্য পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী গাপটিলের মত বিগ হিটারদের জন্য সহায়তা হতে পারে। গত আসরে প্রথমবারের মত বিশ্বকাপ ফাইনাল খেলা নিউজিল্যান্ড দলের অন্যতম গুরুত্বপুর্ন সদস্য ছিলেন ৩২ বছর বয়সী গাপটিল। ৬৮.৩৭ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৫৪৭ রানের মালিকও ছিলেন নিউজিল্যান্ড ওপেনার। একই সাথে বিশ্বকাপ ইতিহাসে এক ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ অপরাজিত ২৩৭ রানের মালিকও গাপটিল। যা তিনি করেছিলেন সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বড় ধরনের টুর্নামেন্টে এমন ধরনের পারফরমেন্সই সাহস যোগাচ্ছে এ ডানহাতি ব্যাটসম্যানকে। গাপটিল বলেন,‘ বিশ্বকাপে এ পর্যন্ত আমাদের দলীয় দ্বিতীয় সর্বোচ্চ রান করতে বেশ ঠান্ডা থাকতে হয়েছে। এ ধরনের বড় টুর্নামেন্টে এমন পারফরমেন্স আপনাকে সব সময়ই আত্মবিশ্বাস যোগাবে। আমি মনে করি আত্মবিশ্বাস না থাকলে আপনি কখনোই ভাল কিছু করতে পারবেননা। আশা করছি গতবারের ফর্মটা এবারও ধরে রাখতে পারব।’ ইংল্যান্ডের মাটিতেও রয়েছে গাপটিলের দারুন রেকর্ড। এক ম্যাচে ১৫৫ বলে অপরাজিত ১৮৯সহ ৯৭.৩১ গড়ে ইংল্যান্ডে তার মোট রান ৬৫২।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট