চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সাইফউদ্দিনের ছোটবেলার স্বপ্নপূরণ

স্পোর্টস ডেস্ক

২৯ মে, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

দুই বছর ধরে জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাংলাদেশ দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে ওয়ানডে বা টি-টোয়েন্টির কোনোটিতেই ভারতের বিপক্ষে খেলা হয়নি তার। তাই তো বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি ছিল অনেক গুরুত্বপূর্ণ সাইফের জন্য। কারণ এ ম্যাচ দিয়েই পূরণ হয়েছে সাইফউদ্দিনের ছোটবেলার স্বপ্ন। গতকাল বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় কার্ডিফের সোফিয়া গার্ডেনে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাইফ বলেছিলেন, ‘ম্যাচটিতে যদি খেলি, এটিই ভারতের বিপক্ষে আমার প্রথম ম্যাচ হবে। সত্যি বলতে আমি অনেক রোমাঞ্চিত। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ভারতের বিপক্ষে ম্যাচ খেলব। ভালো করি বা খারাপ, সেটি আল্লাহর হাতে। আমি চেষ্টা করব শতভাগ দেওয়ার।’ আর মাঠে নেমেই সতীর্থদের সাথে ভারতের টপঅর্ডার ব্যাটসম্যানদের হাত খুলে খেলতে দেননি এ পেসার। ভারতের দলপতি কোহলির উইকেট তুলে নিয়েছেন তিনি। ৬ ওভার বল করে ২৭ রান দিয়েছে সাইফুদ্দিন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট