চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

মহানগরী ক্রীড়া সংস্থার সভায় পাইওনিয়ার ফুটবল শুরুর উদ্যোগ

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২৯ মে, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সোমবার অনুষ্ঠিত এক সভায় ইস্পাহানি পাইওনিয়ার ফুটবল লিগ শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৯ জুন থেকে এ লিগ মাঠে গড়ানোর সাম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। আসন্ন ঈদুল ফিতরের পর ১৪ জুন বাছাই কার্যক্রম শুরু হতে পারে। এরপরও সবকিছু নোটিশ এর মাধ্যমে অংশগ্রহণকারি দলগুলোকে জানানো হবে। সভায় বিগত সভার কার্য বিবরতী অনুমোদন, পাইওনিয়ার ফুটবলের উপ-বিধি অনুমোদন, বিভিন্ন উপ- কমিটি গঠন, বাজেট অনুমোদন, করা হয়। এম এ আজিজ স্টেডিয়ামস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে ফুটবল কমিটির চেয়ারম্যান উপ-পুলিশ কমিশনার(উত্তর) বিজয় বসাক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লিগের আদ্যোপান্ত তুলে ধরেন সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান ও যুগ্ম সম্পাদক ইবাদুল হক লুলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক শাহবুদ্দিন আহমদ চৌধুরী, ফুটবল কমিটির ভাইস-চেয়ারম্যান তৈয়বুর রহমান, আশীষ ভদ্র ও মিনহাজ উদ্দীন আহমেদ। এ সময় সংস্থার নির্বাহী কমিটির সদস্য কায়সার মির্জা, সেকান্দর কবির ফুটবল কমিটির সম্পাদক শামীম আজাদ খোকন, যুগ্ন- সম্পাদক নাসির মিয়া, এম.এ মুছা বাবলু, রাকিব মাহমুদ, মাহবুবুল আলম ভূইঁয়া(মুকুল), ফুটবল কমিটির সদস্যবৃন্দ এবং চট্টগ্রাম মহানগরী ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারন সম্পাদক এনামুল হাসান ও ক্রিকেট কমিটির সদস্য জাদেুর রহমান জাহেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
এবার ১৮টি দলকে অংশগ্রহনের অনুমোদন দেওয়া হয়। দলগুলি ঃ- ডায়নামিক ফুটবল একাডেমি, ফৌজদারহাট ফুটবল একাডেমি, আর.জি একাডেমি (কাটিরহাট), বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি, শিকলবাহা স্পোর্টস একাডেমি, ওয়াই কেবি ফ্রেন্ডশীপ ক্লাব, কালারপোল ক্রীড়া সংস্থা, হাটহাজারী স্পোর্টস একাডেমি, ফরিদ ফুটবল একাডেমি, নাজিরপাড়া ফুটবল একাডেমি, আবর্তন গোষ্ঠী, এম.এফ ক্রীড়া একাডেমি, নির্বাণ, রাইডার্স ফুটবল ক্লাব, রামপুরা একাদশ, ইডেন স্টার ক্লাব, আবদুস সোবাহান ফুটবল দল ও মোহরা ফুটবল একাডেমি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট