চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ব্রাজিলের অধিনায়কত্ব হারালেন নেইমার

২৯ মে, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

ব্রাজিল দলের অধিনায়কত্ব হারিয়েছেন নেইমার। আগামী মাসে ঘরের মাঠে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজ। এক বিবৃতিতে এ তথ্য জানায় ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ৫ জুন কাতারের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক হবে আলভেজের। গত বছর রাশিয়া বিশ্বকাপের শেষ আটে বেলজিয়ামের বিপক্ষে হারের পর থেকেই জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছিলেন ২৭ বছর বয়সী নেইমার। চোটের কারণে বিশ্বকাপে ছিলেন না আলভেস। কোচ তিতে শনিবারই নেইমারকে তার সিদ্ধান্ত জানান বলে জানায় সিবিএফ। সেদিনই ব্রাজিল দলের অনুশীলনে যোগ দেন পিএসজির ফরোয়ার্ড। এই মুহূর্তে লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগে সমান তিনটি করে ম্যাচে নিষেধাজ্ঞা কাটাচ্ছেন নেইমার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট