চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

শ্রীলঙ্কার প্রস্তাব ফিরিয়ে দিলেন জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক

২৭ মে, ২০১৯ | ১:২২ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কা দলের সঙ্গে বেশ কয়েকবার কাজের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন সাবেক লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তিনি জানিয়েছেন এই জায়গাটা তাঁর কাজের জন্য ঠিক নয়। বিশ্বকাপের আগেও তাকে জাতীয় দলের সঙ্গে চাইছিল লঙ্কানরা। সেই প্রস্তাবও নাকচ দিয়েছেন তিনি। বিশ্বকাপের দল নির্বাচন হয়ে গেছে। মাঠের লড়াইয়ের বাকি মাত্র কয়েকদিন। ফলে এই স্বল্প সময়ের মধ্যে বোর্ডের সঙ্গে আর জড়াতে চান না জয়াবর্ধনে। ‘আমাকে বেশ কয়েকবার অনেক কমিটিতে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি তাতে সাড়া দেইনি। আমার দায়িত্বটা কী হবে সেটাই তো পরিষ্কার করে বলা হচ্ছিল না। আর এমন পরিস্থিতিতে দলের কৌশলগত বিষয়ের সাথে জড়িত হওয়ার কোন মানে নেই। চূড়ান্ত দল নির্বাচন হয়ে গেছে। আমার আর কী কাজ? দলের ম্যানেজমেন্টে কিছুটা ভূমিকা রাখতে পেরেই খুশি। বোর্ডের আর কোনকিছুর সাথে জড়াতে চাই না। তাদের সাথে কাজ করার আমার রুচি নেই। আমার জন্য এই জায়গাটাও ঠিক না।’ বেশ কিছুদিন ধরেই অব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেট। তাই ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজাতে তিন সাবেক ক্রিকেটার জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও অরবিন্দা ডি সিলভা বোর্ড সভাপতিকে একটি প্রস্তাব দিয়েছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট