চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

খুদে শিক্ষার্থীদের অভিনন্দন

কার্ডিফে অনুশীলনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২৫ মে, ২০১৯ | ১:৩২ পূর্বাহ্ণ

৩৮ সেকেন্ডের একটি ভিডিও। ভিডিওটির পুরোটাজুড়ে শোনা যাচ্ছে একঝাঁক শিক্ষার্থীর কিচিরমিচির। তাদের সামনে দিয়ে হেঁটে প্রস্তুতি ম্যাচের ভেন্যু কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে প্রবেশ করতে দেখা যাচ্ছিল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। নিজেদের শহরে সাকিব-তামিমদের অভিবাদন ও শুভেচ্ছা জানাতেই খুদে শিক্ষার্থীদের এমন কিচিরমিচির। ত্রিদেশীয় সিরিজ শেষ করে ইংল্যান্ডে পাড়ি জমায় বাংলাদেশ দল। ১৯ মে ইংল্যান্ডের লেস্টারে পৌঁছান সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। লেস্টারে তিন দিনের প্রস্তুতি শেষে বৃহস্পতিবার দুপুরে প্রস্তুতি ম্যাচের ভেন্যু কার্ডিফে পৌঁছে বাংলাদেশ দল। পরদিন গতকাল থেকেই কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে অনুশীলন শুরু করেছেন সাকিব-তামিম-মুশফিকরা। অনুশীলনে যাওয়ার পথে দুই হাত নেড়ে বাংলাদেশি ক্রিকেটারদের অভিবাদন জানায় কার্ডিফের ক্যাথেড্রাল স্কুলের শিক্ষার্থীরা। ক্রিকেটাররাও হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। এ সময় মিরাজ বাউন্ডারির দিকে এগিয়ে গিয়ে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে কার্ডিফে দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামীকাল নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুই দিন বিরতির পর ২৮ মে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে আগামী ২৯ মে কার্ডিফ থেকে লন্ডনে ফিরবেন বাংলাদেশি ক্রিকেটাররা। আগামী ২ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট