চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

২৪ মে, ২০১৯ | ১:১৯ পূর্বাহ্ণ

গসিপ সুন্দরী ব্রড

‘ওহ মাই গড, কি সুন্দরী!’-স্টুয়ার্ট ব্রডকে প্রথম দেখে জিমি এন্ডারসনের অভিব্যক্তি ছিল এমন। সোনালি উড়ুউড়ু চুল, হৃদয়কাড়া নীল চোখ আর শরীরের গড়ন দেখে তাকে মেয়ে ভেবেই ভুল করে বসেছিলেন টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ এই উইকেটশিকারি। সম্প্রতি নিজের লেখা বই ‘বল.স্লিপ.রিপিট’-এ এমন তথ্য ফাঁস করেছেন এন্ডারসন। ইংলিশ এই পেসার তার দীর্ঘদিনের বোলিং সঙ্গীকে নিয়ে লিখেছেন, ‘যখন আমি প্রথম স্টুয়ার্ট ব্রডকে ড্রেসিংরুমে হাঁটতে দেখি, তার উড়ুউড়ু সোনালি চুল, হৃদয়কাড়া নীল চোখ আর পারফেক্ট ফিগার দেখে ভেবেছিলাম, হায় ঈশ্বর, সে কি সুন্দরী! আমরা দু’জন একসঙ্গে ১০০০ হাজার উইকেট নিয়েছি, এটা আসলে অবিশ্বাস্য।’-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট