চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ওয়ার্ল্ড কারাতে জাজ লতা ও কাউসারকে সংবর্ধনা দিল বিকেএফ

২৪ মে, ২০১৯ | ১:২০ পূর্বাহ্ণ

আরব আমিরাতের দুবাই সিটিতে সম্পন্ন ডাব্লিউ কে এফ কে ওয়ান প্রিমিয়ার লীগ ও ওয়াল্ড কারাতে ফেডারেশনের জাজ পরীক্ষায় অংশ নিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ডব্লিউকেএফ ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের জাজ পরীক্ষায় সফলতার সাথে পাস করে বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সুনাম বয়ে আনায় চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের চীফ কোচ সেনসাই কাউসার আহমেদ ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশে কর্মরত বাংলাদেশ কারাতে ফেডারেশনে বাংলাদেশ পুলিশের প্রতিনিধি ও চিকেএ এর যুগ্ন সম্পাদক (ক্রীড়া) এএসআই লতা পারভীনকে সংবর্ধনা প্রদান করলো বাংলাদেশ কারাতে ফেডারেশন। অতি সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে লতা পারভীন ও কাউসার আহমেদ এর হাতে ক্রেষ্ট ও সনদ প্রদানের মাধ্যমে তাদেরকে সংবর্ধিত করেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ও বিকেএফ প্রেসিডেন্ট ড. মোজাম্মেল হক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও বিকেএফ সাধারন সম্পাদক কৈ শ হ্লা। অনুষ্ঠানে এপ্রিল মাসে মালেশিয়ায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান কারাতে ফেডাশেনের এজিএম এ বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় এবং এশিয়ান লেভেলের জাজ পরীক্ষায় লাইসেন্স নবায়ন করায় হুমায়ুন কবির জুয়েলকে এবং নতুন পাস করা আওলাদ, তুলু, মারিয়া ও রতন তালুকদারকে ও সংবর্ধিত করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট