চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উত্তেজনায় ঘুমাতেই পারেননি আফিফ

স্পোর্টস ডেস্ক

২৪ মে, ২০১৯ | ১:২০ পূর্বাহ্ণ

আগামী ৪ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের সপ্তম আসর অনুষ্ঠিত হবে। সিপিএলের নতুন আসরের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হলো বুধবার। তাতে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন তরুণ স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। ড্রাফটে বাংলাদেশের ১৮ ক্রিকেটারের নাম ছিল। কিন্তু ১৭ রাউন্ডের ড্রাফটে শুধুমাত্র আফিফ হোসেনকেই বেছে নিয়ে সেন্ট কিটস এন্ড নেভিস পেট্রিয়টস। সাকিব, মাহমুদউল্লাহ ও মিরাজের পর আফিফের সুযোগ হলো সিপিএলে খেলার। সাকিব ও মাহমুদউল্লাহ সিপিএল মাতিয়েছেন বেশ ভালোভাবে। মিরাজ পঞ্চম আসরে গিয়েছিলেন শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সে। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) ড্রাফটের ১৩তম রাউন্ডে যখন ডাকা হলো তার নাম, দেশে তখন মধ্যরাত, নিচ্ছিলেন ঘুমের প্রস্তুতি। কিন্তু সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টস তাকে কিনে নেয়ার পর আর ঘুমের সুযোগ কই? উত্তেজনা আর রোমাঞ্চে বাকি রাতটা কেটে গেল চোখের নিমিষেই। মাত্র ১৯ বছর বয়সে দেশের সর্বকণিষ্ঠ ক্রিকেটার হিসেবে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাওয়া চাট্টিখানি কথা নয় নিশ্চয়। সে সুযোগ পেয়ে স্বভাবতই অনেক বেশি রোমাঞ্চিত বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটের পরিচিত মুখ আফিফ হোসেন ধ্রুব। এইচপি দলের অনুশীলনে গতকাল মিরপুরেই ছিলেন আফিফ। দিনের সব কাজ শেষে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘রাতে ঘুম একটু কম হয়েছে। অনেক উত্তেজনায় ছিলাম। আমিও নিলাম দেখছিলাম। আমাকে দলে নিয়েছে সেই তথ্য দিয়ে তারা টুইটারে ছবি পোস্ট করেছে, দেখে ভালো লেগেছে। এর আগে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা হয়নি। যে দলে খেলব, সে দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও কথা হচ্ছিল রাতে। অনেকেই শুভেচ্ছা জানিয়েছে। অন্যরকম একটি রোমাঞ্চ তো ছিলই। সে কারণে ঘুম হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমি অনেক ভাগ্যবান, অল্পসময় ক্রিকেট খেলেই ভালো একটা সুযোগ পেয়েছি। চেষ্টা করবো নিজের শতভাগ দিয়ে যেন সুযোগ কাজে লাগাতে পারি। আমার ক্যারিয়ার সমৃদ্ধ করতে পারি। এটা অনেক বড় একটা সুযোগ।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট