চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইনডোর হকিতে শূন্য থেকে শুরুর লক্ষ্য বাংলাদেশের

২৪ মে, ২০১৯ | ১:১১ পূর্বাহ্ণ

প্রথমবার ইনডোর এশিয়া কাপ হকিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আগামী ১৫ থেকে ২১ জুলাই হবে এই প্রতিযোগিতা। বুধবার এই প্রতিযোগিতার জন্য ৩৪ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ইনডোর হকিতে অংশ নেওয়া জাতীয় দলের জন্য নতুন অভিজ্ঞতা।
‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও শক্তিশালী ইরান, মালয়েশিয়া ও ফিলিপাইন আছে। ‘বি’ গ্রুপে আছে কাজাখস্তান, উজবেকিস্তান, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, নেপাল ও মিয়ানমার। প্রথমবার এই আসরে অংশ নিয়ে বাংলাদেশের লক্ষ্য থাকবে চতুর্থ কিংবা পঞ্চম হওয়া। দলটির কোচের দায়িত্বে আছেন জাহিদ হোসেন রাজু, বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘ইনডোর হকিতে অংশ নেওয়া আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। শূন্য থেকে আমাদের শুরু করতে হবে। অবশ্য শুরুতেই আমাদের ইতিবাচক ফল অর্জন করার লক্ষ্য।’-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট