চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চূড়ান্ত হলো বিশ্বকাপের আম্পায়ারদের নাম

২৭ এপ্রিল, ২০১৯ | ২:১১ পূর্বাহ্ণ

ইংল্যান্ডে বিশ্বকাপের জন্য ১০ দেশের প্রত্যেকে দল ঘোষণা করেছে। শুক্রবার জানানো হলো প্রথম পর্বের আম্পায়ারদের নাম। দুটি সেমিফাইনাল এবং ফাইনালের আম্পায়ার কারা হবেন জানানো হবে রাউন্ড রবিনের ম্যাচ শেষে। আগামী ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত এই টুর্নামেন্টে হবে সব মিলিয়ে ৪৮ ম্যাচ। প্রথম পর্বে হবে ৪৫ ম্যাচ। এই ম্যাচগুলোর জন্য বিশ্বসেরা ১৬ জন আম্পায়ার ও ৬ জন ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি। সাবেক বিশ্বকাপ জয়ী ডেভিড বুন, কুমার ধর্মসেনা ও পল রেইফেল আছেন এই দলে। আম্পায়ার ইয়ান গোল্ডের এটি হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। টুর্নামেন্ট শেষে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দ্য ওভালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ পরিচালনা করবেন তিনজন বিশ্বকাপ জয়ী। বুন হবে ম্যাচ রেফারি, মাঠের দুই আম্পায়ারের একজন ধর্মসেনা ও রেইফেল থার্ড আম্পায়ার। এই ম্যাচে মাঠের অন্য আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও চতুর্থ অফিসিয়াল জোয়েল উইলসন। ম্যাচ রেফারি: ক্রিস ব্রড, ডেভিড বুন, এন্ডি পাইক্রফট, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, রিচি রিচার্ডসন। আম্পায়ার: আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস এরাসমুস, ক্রিস গ্যাফানে, ইয়ান গোল্ড, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটলবোরো, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, সুন্দরম রবি, পল রেইফেল, রড টাকার, জোয়েল উইলসন, মাইকেল গফ, রুচিরা পালিয়াগুরুগে, পল উইলসন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট