চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

শেখ জামালের সহজ জয়

৩ গোলে এগিয়ে থেকেও জয় পেল না মোহামেডান

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২৩ মে, ২০১৯ | ১:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জ দলের বিরুদ্ধে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪-০ গোলের সহজ জয় পেলেও ৩-০ গোলে এগিয়ে থাকার পরও জিততে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। অপেক্ষাকৃত দূর্বল ব্রাদার্স ইউনিয়ন দ্বিতীয়ার্ধের দাপটে খেলায় অবিশ^াস্যভাবে ৩-৩ গোলে সমতা এনেছে। অপর এক ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে সাইফ স্পোর্টিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ। রহমতগঞ্জের বিরুদ্ধে ৪-০ গোলের সহজ জয় পেলেও প্রথম গোলের জন্য এক সময়কার সেরা দল শেখ জামালকে ৭৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। গোলটি এসেছে পেনাল্টি থেকে। সোলেমান কিং গোল করে নিজেদের শিবিরে স্বস্থি এনে দেন (১-০)। ৮২ মিনিটে আবারো একই কায়দায় (পেনাল্টি) গোল করে দলের জয় নিশ্চিত করেন সেই সোলেমান কিং (২-০)। এতে আরো উজ্জ্বীবিত শেখ জামাল অবিশ^াস্য দক্ষতায় আরো ২ গোল আদায় করে নেয়। শেষ ২টি গোল হয়েছে একই কায়দায়। মধ্যমাঠ থেকে বাড়িয়ে দেয়া বলে নিখুত প্লেসিং শটে। এর মধ্যে ৮৭ মিনিটে ইমেল সামভু (৩-০) এবং ৯০+৮ মিনিটে বদলী শাখাওয়াত হোসেন রনি গোল করেন (৪-০)। এদিকে ৩-৩ গোলের ড্র ম্যাচের ২৩তম মিনিটে সুলেমানে দিয়াবাতের বাড়ানো বলে ডান পায়ের কোনাকুনি ভলিতে গোল করে মোহামেডানকে এগিয়ে নেন তকলিস আহমেদ (১-০)। ৪২তম মিনিটে ব্যবধান বাড়ান ইউসুফ সিফাত (২-০) এবং ৪৪ মিনিটে আবারো সিফাত গোল করলে ৩-০ গোলের জয় নিয়ে বিরতিতে যায় মোহামেডান। ৬৯তম মিনিটে মানাফ রাব্বীর গোলে খেলায় ফেরে ব্রাদার্স (৩-১)। ৮২তম মিনিটে শফিকুল ইসলামের গোলে স্কোরলাইন ৩-২ হলে জমে ওঠে ম্যাচ। ৮৮তম মিনিটে রাব্বী ফের গোল করলে স্বস্থির ড্র (৩-৩) নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট