চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কোহলির উইকেটই পছন্দ আর্চারের

২৩ মে, ২০১৯ | ১:২৮ পূর্বাহ্ণ

ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র সপ্তাহখানেক। ইতোমধ্যে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে দলগুলো। ইংল্যান্ড দলের চমকের নাম ২৪ বছর বয়সী জফরা আর্চার। কিছুদিন আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটেছে আর্চারের। আয়ারল্যান্ডের বিপক্ষে একটি আর পাকিস্তানের বিপক্ষে দুটি মিলিয়ে মোট তিনটি ওডিআই ম্যাচ খেলেছেন তিনি। আর তরুণ এই ক্যারিবীয়ান বংশোদ্ভূত পেসারের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে জায়গা দেওয়া হয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে আর্চার পেছনে ফেলেছে অভিজ্ঞ ডেভিড উইলিকে। তবে বিশ্বকাপের মঞ্চে প্রতিপক্ষকে চমকে দিতে ইংলিশরা বেছে নিয়েছেন আর্চারকেই। বিশ্বকাপে সুযোগ পাওয়া আর্চার বলেন, ‘আমি কোহলির উইকেটটি নিতে পছন্দ করবো। কারণ আইপিএলে আমি তার উইকেট নেওয়ার সুযোগ পাইনি। আমার আগেই একজন লেগ স্পিনার তার উইকেট নিয়ে নিয়েছিল। তাই বিশ্বকাপে কোহলির উইকেটটাই নিতে চাই আমি।’ ইংলিশ এই পেসার আরো যোগ করেন, ‘আইপিএলে কোহলির বিপক্ষে আমি দুই ম্যাচ খেলেছি, তাই আমি আমার অন্যান্য সতীর্থদের থেকে ওর দুর্বলতা সম্পর্কে বেশি জানি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট