চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নূরুল হক স্মৃতি প্রিমিয়ার ও ১ম বিভাগ দাবার ফলাফল

২৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:৪২ পূর্বাহ্ণ

মেসার্স জাহেদ এন্ড ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিজেকেএস-হাজি নূরুল হক সওদাগর স্মৃতি প্রিমিয়ার ও ১ম বিভাগ দাবা লিগের চতুর্থ রাউন্ডের খেলা শেষে পূর্ণ ৮ পয়েন্ট করে নিয়ে বাকলিয়া একাদশ ও কোয়ালিটি স্পোর্টস ক্লাব যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। ৫ পয়েন্টে নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্পোর্টস এসোসিয়েশন ২য় স্থানে রয়েছে। ৪ পয়েন্ট করে নিয়ে ফ্রেন্ডস ক্লাব ও লিটল ব্রাদার্স যুগ্মভাবে ৩য় স্থানে রয়েছে। এছাড়া ১ম বিভাগ দাবা লিগের দ্বিতীয় রাউন্ডর খেলা শেষে আবেদীন ক্লাব ও পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী পূর্ণ ৮ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। ৬ পয়েন্ট করে নিয়ে ৫টি দল, মোহামেডান ব্লুজ, গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠি, নওজোয়ান ক্লাব, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ও কর্নফুলী ক্লাব ২য় এবং ৫ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী জুনিয়র তৃতীয় স্থানে রয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এম এ আজিজ স্টেডিয়ামের হল রুমে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় বাকলিয়া একাদশ ৪-০ গেম পয়েন্টে পিডিবি রিক্রিয়েশন ক্লাবকে, কোয়ালিটি স্পোর্টস ক্লাব ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্সকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্পোর্টস এসোসিয়েশন ৩-১ গেম পয়েন্টে লিটল ব্রাদার্সকে ও ফ্রেন্ডস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে পাঁচলাইশ যুব সংঘকে পরাজিত করে।

প্রথম বিভাগের চতুর্থ রাউন্ডের খেলায় পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৩-১ গেম পয়েন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজকে, আবেদীন ক্লাব ৪-০ গেম পয়েন্টে আগ্রাবাদ কমরেড ক্লাবকে, কর্নফুলী ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে, গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী ৩.৫-০.৫ গেম পয়েন্টে ব্রাদার্স ইউনিয়নকে, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ৩-১ গেম পয়েন্টে শতদশ জুনিয়রকে, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ৩-১ গেম পয়েন্টে রাইজিং স্টার ক্লাবকে ও আবাহনী জুনিয়র ৪-০ গেম পয়েন্টে বাংলাদেশ রেলওয়েকে পরাজিত করে। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট