চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আশরাফুল-ইমরুলদের উড়িয়ে চতুর্থ শিরোপা রাজ্জাকদের

স্পোর্টস ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে পূর্বাঞ্চলকে ১০৫ রানে হারিয়ে শিরোপা জিতেছে আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন দক্ষিণাঞ্চল। এই নিয়ে সাত আসরের চারটিতেই ট্রফির স্বাদ পেলো দক্ষিণাঞ্চল। প্রথমবারের মতো এবারের বিসিএল ফাইনালটি ছিল পাঁচদিনের। যদিও এতে লাভ হয়নি তেমন। কারণ চারদিনের মাথায় ম্যাচের ফলাফল নির্ধারণ হয়েছে। এদিন ৮ উইকেটে ১২৫ রান নিয়ে খেলা শুরু করার পর মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় দক্ষিণাঞ্চল। দলের হয়ে ৫৩ রান করেন মেহেদি হাসান। প্রথম ইনিংসে ২১৩ রানের লিডের সঙ্গে এই রান যোগ হওয়ায় পূর্বাঞ্চলের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫৪ রানের। পূর্বাঞ্চলের পক্ষে ৪টি করে উইকেট নেন আবু হায়দার রনি এবং হাসান মাহমুদ। এছাড়া ২টি উইকেট পান রুয়েল মিয়া। ৩৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণাঞ্চল বোলারদের সামনে একেবারেই সুবিধা করতে পারেনি ইমরুলদের দল। ৬৮.৪ ওভারে মাত্র ২৪৮ রানে অলআউট হয় তারা। বল হাতে দারুণ পারফর্ম করেন মেহেদি হাসান এবং শফিউল ইসলাম। উভয়ই শিকার করেন তিনটি করে উইকেট। এছাড়া ২টি উইকেট নেন অভিজ্ঞ অলরাউন্ডার ফরহাদ রেজা। পূর্বাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেন ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল হাসান। উইকেটরক্ষক জাকির হাসানের ব্যাট থেকে আসে ৪২ রান। বাকি ব্যাটসম্যানদের আর কেউই নিজেদের মেলে ধরতে পারেননি। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও ব্যর্থ হয়েছেন এই ম্যাচে। প্রথম ইনিংসে ২৮ করার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ রান করে আউট হন তিনি। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পূর্বাঞ্চল অধিনায়ক ইমরুল কায়েস। এরপর ব্যাটিং করতে নেমে ফরহাদ রেজার সেঞ্চুরিতে ৪৮৬ রান সংগ্রহ করে দক্ষিণাঞ্চল। ফরহাদ ছাড়াও দারুণ ব্যাটিং করেন ফজলে মাহমুদ, এনামুল হক বিজয় এবং শামসুর রহমান। তিন ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি করেন। পূর্বাঞ্চলের হয়ে ২টি করে উইকেট নেন রুয়েল মিয়া, সাকলাইন সজীব এবং মোহাম্মদ আশরাফুল। নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে দক্ষিণাঞ্চল অধিনায়ক আব্দুর রাজ্জাকের বোলিং ঘূর্ণিতে মাত্র ২৭৩ রানে অলআউট হয় পূর্বাঞ্চল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট