চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রাম বন্দর গল্ফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

২৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:২৬ পূর্বাহ্ণ

শাহীন গল্ফ এন্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গায় গত ২১-২২ ফেব্রুয়ারি মুজিব বর্ষ ৩য় চট্টগ্রাম বন্দর গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টের সমপনী অনুষ্ঠান গত রবিবার সম্পন্ন হয়েছে। রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, (ই) পিএসসি, বিএন, চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ঘাঁটি এয়ার অধিনায়ক, বা বি বা ঘাঁটি জহুরুল হক এবং প্রেসিডেন্ট, শাহীন গল্ফ এন্ড কান্ট্রি ক্লাব বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব স্কোয়াড্রন লীডার ওয়াসেক-উল-বারী। টুর্নামেন্টে ১৮ জন মহিলা, ১৭ জন জুনিয়রসহ মোট ১৫৩ জন গল্ফার উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বিজয়ীরা হলেন উইনার- আনোয়ার সাজ্জাদ লিপন, রানার আপ-লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল ইসলাম, বেস্ট গ্রস-ক্যাপ্টেন মনজুরুল হোসেন খান, ২য় রানার আপ- উইং কমান্ডার মো. নুর হোসেন, ২য় বেস্ট গ্রস- কমান্ডার এস হাবিবুর রহমান খান, বেস্ট ব্যাক নাইন-উইং কমান্ডার মাহ্বুবুর রহমান, বেস্ট ফ্রন্ট নাইন-কমডোর এম নাজমুল করিম কিসলু, ম্যাক্সিমাম পার-কমডোর এম শফিউল বারী, লংগেস্ট ড্রাইভ- জাহিন আহমেদ, নেয়ারেস্ট টু দ্যা পিন- কাজী আবুল এহসান, কনভেনশনাল অন উইথ নেয়ারেস্ট টু দ্যা পিন-এয়ার কমডোর একেএম এনায়েতুল কবির, ২২-২৪ হ্যান্ডিক্যাপ বেস্ট নেট-কমান্ডার এম মিনহাজ উদ্দিন, ২২-২৪ হ্যান্ডিক্যাপ ২য় বেস্ট নেট- গ্রুপ ক্যাপ্টেন মোঃ তারিকুল ইসলাম, ০৯ হোল ক্যাটাগরিতে উইনার- মেজর মো. ফারুকুজ্জামান ফকির, রানার আপ- মেজর মোকাদ্দেস হোসেন, লেডিস উইনার-মিসেস কানিজ ফাতেমা, লেডিস রানার আপ-মিসেস ইলোরা সোলাইমান, লেডিস বেস্ট গ্রস- মিসেস জেসমিন আক্তার, লেডিস লঙ্গেস্ট ড্রাইভ-মিসেস কামরুন নাহার মুনমুন, জুনিয়র উইনার-মাস্টার মাহরুস উদ্দিন, জুনিয়র রানার আপ-মাস্টার মাশরুর মুস্তাঈন, জুনিয়র বেস্ট গ্রস- মাস্টার তাসিন সাজ্জাদ। – বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট