চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মুশফিকের ডাবলের পর উইকেট উৎসব

জয় দেখছে বাংলাদেশ

৬ উইকেটে ৫৬০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৯ রান

স্পোর্টস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:০৪ পূর্বাহ্ণ

সকালের সূর্য মিলিয়ে গেল দুপুর গড়াতেই। মেঘলা আকাশের নিচে ফ্লাড লাইটের আলোয় ব্যাট হাতে ছুটলেন মুশফিকুর রহিম। তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। মুশফিকের ব্যাটের জোয়ারে ভেসে বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করেছে ৬ উইকেটে ৫৬০ রান তুলে। মুমিনুল হকের দল লিড পেয়েছে ২৯৫ রানের। ২৯৫ রানে এগিয়ে থেকে বল হাতেও কাজটা এগিয়ে রাখলো বাংলাদেশ। স্বাগতিকদের দিনের শেষটা হয়েছে উইকেট উৎসবে, আর জিম্বাবুয়ের শুরুটা হয়েছে শোচনীয়ভাবে। প্রথম ওভারেই নাঈমের জোড়া আঘাতের শিকার হয়েছেন মাসভাউরে ও তিরিপানো। ওপেনার প্রিন্স মাসভাউরেকে শূন্য রানে বোল্ড করে শুরু। নাইটওয়াচম্যান তিরিপানো নাঈমের পরের বলেই ফিরেছেন লিটনের হাতে ক্যাচ দিয়ে। ফলে তৃতীয় দিন শেষে আরও চওড়া হাসিটা নিয়েই মাঠ ছেড়েছেন মুমিনুল হক। দিন শেষে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ২ উইকেটে ৯ রান। তারা পিছিয়ে আছে ২৮৬ রানে।

দিনের শুরুটা করেছিলেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক মিলে। প্রায় দুই সেশনের মতো টিকে ছিল তাদের প্রতিরোধ। দু’জনের ব্যাটে ভর করে বড় স্কোরের মঞ্চটা তৈরি হয়েছে। ২২২ রানের এই জুটি ভেঙেছে চা পানের বিরতির ঘণ্টা খানেক আগে মুমিনুল হকের বিদায়ে। ১৩২ রানে ফিরেছেন অধিনায়ক। তিনি বিদায় নিয়েছেন এনডিলোভুকে ফিরতি ক্যাচ দিয়ে। এই ইনিংসের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুল। এরপর মিথুন কিছুক্ষণের জন্য সঙ্গী হন মুশফিকুর রহিমের। বামহাতি স্পিনার এনডিলোভুর স্পিনে গ্লাভসবন্দী হয়েছেন মিথুন। শুরুতে আম্পায়ার আউট দিলে রিভিউ নেন তিনি। সেখানেও সুসংবাদ মেলেনি। ১৭ রানে ফিরে যান তিনি। মুশফিক অবশ্য অপরপ্রান্ত আগলেই খেলছেন। সপ্তম সেঞ্চুরির পর সেটি রূপ দিয়েছেন ডাবলে। তার ইনিংসে ভর করে লিড সমৃদ্ধ হতে থাকে বাংলাদেশের। সঙ্গে লিটন দ্রুত গতিতে ব্যাট চালিয়ে ভূমিকা রেখেছেন। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি তুলে সিকান্দার রাজার বলে গ্লাভসবন্দী হয়ে ফিরেছেন ৫৩ রানে। মুশফিক অপরাজিত ছিলেন ২০৩ রানে। সঙ্গে তাইজুল কিছু বাউন্ডারি মেরে অপরাজিত ছিলেন ১৪ রানে। গতকালের ডাবল সেঞ্চুরিটি মুশফিকের ক্যারিয়ারের তৃতীয়। এই জিম্বাবুয়ের বিপক্ষেই করেছেন দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। সর্বশেষটি করেছিলেন ২০১৮ সালের ১১ নভেম্বরে ঢাকাতে। এই ডাবল সেঞ্চুরিতে টেস্টে বাংলাদেশের সর্বাধিক রান এখন মুশফিকের। পেছনে ফেলেছেন তামিমকে। মুশফিকের সংগ্রহ এখন ৪ হাজার ৪১৩, তামিমের ৪ হাজার ৪০৫ রান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট