চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত রাহীর

স্পোর্টস ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২০ | ১১:৩১ পূর্বাহ্ণ

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের সাথে সিরিজের একমাত্র টেস্টে প্রথম দিনে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে শুরুটা ভালো করলেও উইকেটের পতন ঠেকাতে পারেনি জিম্বাবুয়ে। ইনিংসের অষ্টম ওভারে জিম্বাবুয়ের ওপেনার কেভিন কাসুজাকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে প্রথম সাফল্য এনে দিয়েছেন পেসার আবু জায়েদ রাহি। নাঈমের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে কাসুজা করেন ২ রান।

সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় খেলাটি শুরু হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে বলে  ওভার শেষে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৭০ রান।

বাংলাদেশের সম্প্রতি টেস্ট পারফরম্যান্স মোটেও সন্তোষজনক নয়। শেষ ছয়টি টেস্টের পাঁচটিতে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। আর ঘরের মাঠে টেস্টে নবাগত আফগানিস্তানের কাছে হেরেছে মুমিনুলের দল। ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের না হলেও আত্মবিশ্বাস ফিরে পেতে জয়ের জন্যই মাঠে নেমেছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে দলে বড় পরিবর্তন থাকলেও একাদশে খুব বেশি বদল আনেনি বাংলাদেশ। ব্যাটিংয়ে শুধু মাহমুদুল্লাহর জায়গায় দলে ঢুকেছেন মুশফিকুর রহিম। বোলিং আক্রমণে নেওয়া হয়েছে বাড়তি স্পিনার। দলে ঢুকেছেন ডান হাতি অফ স্পিনার নাঈম হাসান। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, আবু যায়েদ, এবাদত হোসেন, নাইম হাসান।

জিম্বাবুয়ে একাদশ: প্রিন্স মাসাউরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, টিমাইসেন মারুমা, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, ডোনাল্ড ত্রিপানো, ভিক্টর নিয়াউচি, আইনসলে এনভোদু, চার্লটন টিসুমা।

 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট