চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নুরুল হক সওদাগর স্মৃতি সংসদ প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা ২৩ ফেব্রুয়ারি শুরু

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও মেসার্স জাহেদ ব্রাদার্স এর পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-নুরুল হক সওদাগর স্মৃতি সংসদ প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লিগ আগামী ২৩ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় সিজেকেএস কনভেনশন হলে শুরু হবে। চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে ৫ দিন ব্যাপী এ লিগের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন স্পন্সর মেসার্স জাহেদ ব্রাদার্সের প্রোপ্রাইটর ও দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক মো. জাহেদুল হক। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন গতকাল বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন স্পন্সর মেসার্স জাহেদ ব্রাদার্সের প্রোপ্রাইটর মো. জাহেদুল হক ও সিজেকেএস সহ-সভাপতি আলহাজ দিদারুল আলম চৌধুরী। সিজেকেএস দাবা কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নোমান আহমেদ ছিদ্দিকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন দাবা কমিটির সম্পাদক তনিমা পারভীন। এ সময় অন্যান্যের মধ্যে সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম ও মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাশেম ও নাছির মিয়া, সিজেকেএস দাবা কমিটির যুগ্ম-সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সদস্য সৈয়দ আব্দুল আহাদ, এস এম তারেক, নাসির হাসান ও কামরুল ইসলাম। এবারের প্রিমিয়ার লিগে ৮টি দল এবং প্রথম বিভাগে ২১টি দল অংশগ্রহণ করছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট