চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

তৃতীয় নাহার এগ্রো প্রফেশনাল গল্ফ টুর্নামেন্ট সম্পন্ন

২০ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৫৩ পূর্বাহ্ণ

৪দিনব্যাপী তৃতীয় নাহার এগ্রো প্রফেশনাল গল্ফ টুর্নামেন্ট গতকাল ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের প্রফেশনাল গল্ফারদের দক্ষতা ও নৈপূণ্যতা বৃদ্ধি করার লক্ষে নাহার এগ্রো গ্রুপ তৃতীয়বারের মত বিজিসিসি এর সাথে সহযোগিতা করেছে।

এই টুর্নামেন্টে দেশ সেরা প্রফেশনাল ৭৪ জন, অ্যামেচার ১৬ জন সহ মোট ৯০ জন খেলায় অংশগ্রহণ করেছে। গতকাল বিকাল ৩টায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল এস এম মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রফেশনাল গল্ফ এসোসিয়েশনের সহ-সভাপতি তাহের জামিল চৌধুরী, সাধারন সম্পাদক, ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়া (অব.), ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (গল্ফ) মির্জা সালমান ইস্পাহানি, ভাইস প্রেসিডেন্ট (কান্ট্রি) মিয়া এম এ রহিম, ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) ফিরোজ আহম্মেদ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মি. ফরিদউদ্দিন, গলফ ক্যাপ্টেন লিয়াকত আলী চৌধুরী সহ উধর্বতন কর্মকর্তাবৃন্দ। এই টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে মোট প্রাইজমানি ১০ লক্ষ টাকা প্রদান করা হয়।

টুর্নামেন্টে পার থেকে ১৩ কম খেলে মো. নাজিম উইনার হয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা, পার থেকে ৩ কম খেলে মো. বাদল হোসাইন রানার আপ হয়ে ৭৮ হাজার টাকা, পার থেকে ২ বেশি খেলে মো. রাসেল সেকেন্ড রানার আপ হয়ে ৬৮ হাজার টাকার প্রাইজমানি পেয়েছেন। এছাড়া পার থেকে ৭ বেশি খেলে মো. শফিক ভাগা অ্যামেচার চ্যম্পিয়ন হয়। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট